চিত্র: সংগৃহীত (প্রতীকী চিত্র)
শিশুর পড়াশোনার জন্য সব থেকে সেরা শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেন। কিন্তু কখনও ভেবেছেন তার ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষা কী ভাবে নিশ্চিত করবেন? ব্যাংকে অর্থ সঞ্চয় করে রাখার পাশাপাশি শিশু বিমার কথাও ভেবে দেখুন। শিশু বিমা পরিকল্পনার মাধ্যমে শুধু আপনার সন্তানের ভবিষ্যৎই যে সুরক্ষিত হবে তাই নয় বরং এই বিমা নিশ্চিত করবে যে ভবিষ্যতে আপনি না থাকলেও আপনার শিশুকে অর্থের জন্য যেন সংগ্রাম না করতে হয়।
ভারতে তিন রকমের শিশু বিমা আছে:
শিশু ইউএলআইপি
ইউএলআইপি অর্থাৎ ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান একটি শিশুর শিক্ষার জন্য ব্যাপক সুবিধা প্রদান করে। এই পরিকল্পনার মাধ্যমে বিমা এবং বিনিয়োগের সুযোগ উভয়েরই সুবিধা পেয়ে অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন। একটি শিশুর ভবিষ্যতে বিনিয়োগ শুরু করতে এবং কাঙ্খিত আর্থিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য সঠিক ধরনের ইউএলআইপি পরিকল্পনা বেছে নেওয়া অপরিহার্য।
ইউনিট লিংকড ইন্স্যুরেন্স প্ল্যান
এই প্ল্যানটি আপনাকে আপনার প্রিমিয়ামের একটি উল্লেখযোগ্য অংশ বাজার-সংযুক্ত তহবিলে বিনিয়োগ করতে দেয়। বিনিয়োগের আয় বিনিয়োগের পরিমানের চেয়ে অনেক বেশি হয়। বিনিয়োগে ঝুঁকি থাকে তাই বিনিয়োগ করার আগে এই ঝুঁকির প্রোফাইল বিশ্লেষণ করা জরুরি। আপনি যদি ১০-১৫ বছরের জন্য দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করতে চান তাহলে এই পরিকল্পনাটি আদর্শ।
ট্রাডিশনাল এনডাউমেন্ট প্ল্যান
এই পরিকল্পনাটি নিশ্চিত অর্থের পরিমাণের উপর বোনাস আকারে স্থিতিশীল রিটার্ন প্রদান করে৷ সাধারণত, ট্রাডিশনাল এনডাউমেন্ট প্ল্যানের অধীনে, বোনাস দ্বিতীয় বছর থেকে প্রদান করা হয়।
সিঙ্গেল প্রিমিয়াম চাইল্ড প্ল্যান
এটি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা প্রদান করে এবং যেকোন দুর্ভাগ্যজনক ঘটনা থেকে তাদের রক্ষা করে। এইভাবে, এটি আপনার শিশুর জন্য আর্থিক সুরক্ষা এবং সঞ্চয় নিশ্চিত করে। এই পরিকল্পনা করার শুরুতেই একটি থোক পরিমান অর্থ প্রিমিয়াম হিসেবে প্রদান করা হয়। আপনার শিশুর জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে যখন অর্থের প্রয়োজন পরবে তখন আপনি আংশিক পরিমান অর্থ প্রত্যাহারের সুবিধা পাবেন। এই পরিকল্পনা ভবিষ্যতের বড় খরচ যেমন আপনার সন্তানের উচ্চ শিক্ষা এবং বিবাহের ব্যবস্থা, সহজ করে তোলে।
রেগুলার প্রিমিয়াম চাইল্ড প্ল্যান
এটি সিঙ্গেল প্রিমিয়াম চাইল্ড প্ল্যানের বিপরীত। এখানে প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে নমনীয়তা থাকে। আপনি মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক কিস্তিতে প্রিমিয়াম দিতে পারেন।
‘টাকা টক্’-এর প্রেজ়েন্টিং পার্টনার ‘বন্ধন মিউচুয়াল ফান্ড’।
এই প্রতিবেদনটি ‘টাকা টক্’ ফিচারের অংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy