মহারাষ্ট্রে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে পুলিশের দ্বারস্থ খোদ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা খাডসে। মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে অভিযুক্তেরা তাঁদের কলার ধরে হুমকি দেয় বলেও অভিযোগ। রবিবারই এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন রক্ষা।
আরও পড়ুন:
শুক্রবার রাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, সন্ত মুক্তাই যাত্রা উপলক্ষে বান্ধবীদের সঙ্গে বেরিয়েছিল মন্ত্রীর কন্যা। সঙ্গে নিরাপত্তারক্ষীও ছিলেন। অভিযোগ, সে সময়ই রক্ষার কন্যা ও তার বান্ধবীদের শ্লীলতাহানি করেন কয়েক জন যুবক। নিরাপত্তারক্ষী বাধা দিতে গেলে তাঁর কলার ধরে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই রবিবার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন রক্ষা। জানিয়েছেন, ওই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছে তাঁর মেয়ে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তথা বিজেপি নেত্রী রক্ষার কথায়, ‘‘কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে নয়, আমি মা হিসাবে ন্যায়বিচার চাইতে এসেছি। যদি আমার মেয়েই নিরাপদ না হয়, তা হলে সাধারণ মানুষ কেমন করে নিরাপদ থাকবেন?’’
খোদ মন্ত্রীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। কয়েকটি সূত্রের দাবি, অভিযুক্ত যুবকেরা শিবসেনার বিধায়ক চন্দ্রকান্ত পাটিলের ‘ঘনিষ্ঠ’। তাঁদের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে আবার বেশ কিছু মামলাও রয়েছে। এর পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ। তাঁর কথায়, ‘‘একটি রাজনৈতিক দলের কিছু সদস্য মিলে এমন ঘটনা ঘটিয়েছেন। এই ধরনের অপরাধ ক্ষমার অযোগ্য। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
আরও পড়ুন:
ওই ঘটনায় ইতিমধ্যেই অনিকেত নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর সঙ্গীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। মুক্তাইনগরের ডিএসপি কুশনাত পিংড়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘গত ২৮ ফেব্রুয়ারি মুক্তাইনগর তহসিলের কোথালি গ্রামে যাত্রা চলাকালীন এক যুবক ও তাঁর ছ’জন সঙ্গী মিলে তিন-চার জন কিশোরীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনায় পিছু নেওয়া ও শ্লীলতাহানির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। সঙ্গে শিশু সুরক্ষা আইন (পকসো)-র অধীনেও মামলা রুজু হয়েছে। এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদেরও খোঁজ চলছে।’’