অবশেষে খুলতে চলেছে ভারতে টেসলার প্রথম শোরুম। এ জন্য মুম্বইয়ের বান্দ্রার কুরলা কমপ্লেক্সের মেকার ম্যাক্সিটিতে প্রায় ৩,০০০ বর্গফুট এলাকা ভাড়াও নেওয়া হয়ে গিয়েছে। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই শোরুমের ভাড়া বাবদ প্রতি মাসে ৩৫ লক্ষ টাকা গুনতে হবে আমেরিকার ধনকুবের ইলন মাস্কের সংস্থাকে!
আরও পড়ুন:
সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইম্স’ জানিয়েছে, মুম্বইয়ের মেকার ম্যাক্সিটির এক তলায় টেসলার শোরুমটি খোলা হচ্ছে। তিন হাজার বর্গফুট বিস্তৃত ওই এলাকার মাসিক ভাড়া প্রায় ৩৫ লক্ষ টাকা! সঙ্গে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। অনেকেই মনে করছেন, এখনও পর্যন্ত কোনও গাড়ির শোরুম বাবদ সবচেয়ে বেশি ভাড়া এটিই। এ ছাড়া, দিল্লিতেও শোরুম খুলছে টেসলা। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এরোসিটি এলাকায় ৪,০০০ বর্গফুট এলাকা ইজারা নেওয়া হয়েছে। ভাড়া প্রায় ২৫ লক্ষ টাকা।
ভারতে টেসলার আসা নিয়ে জট অনেক পুরনো। ইলন দীর্ঘ দিন ধরেই ভারতে কারখানা তৈরিতে আগ্রহী হলেও বাদ সাধছিল শুল্ক। ভারতে ৪০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪.৭৮ লক্ষ টাকা) বা তার বেশি দামি গাড়ি আমদানি করতে গেলে তার উপর ৭০ থেকে ১০০ শতাংশ শুল্ক বসে। আর ভারতীয় মুদ্রায় টেসলার গাড়ির দাম মোটামুটি ৫০ লক্ষ থেকে শুরু। তাই আমদানি শুল্কে ছাড় পেলে তবেই ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়বে বলে ইঙ্গিত দিয়েছিল টেসলা। ফলে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা এগোলেও ভারতে টেসলার কারখানা তৈরির পরিকল্পনা বার বারই ভেস্তে গিয়েছিল। অনেক ভাবনাচিন্তার পর শেষমেশ গত বছর কেন্দ্রের তরফে বৈদ্যুতিক গাড়ি নিয়ে সুর নরম করা হয়।
আরও পড়ুন:
তবে অনেকেই মনে করছেন, সম্প্রতি ইলন-মোদী বৈঠকের পরেই ভারতে টেসলা-জট কেটেছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটনে গিয়েছিলেন মোদী। সেখানে ইলনের সঙ্গেও সংক্ষিপ্ত বৈঠক হয়েছিল তাঁর। তার এক মাসের মধ্যেই ভারতে এল টেসলা। ইতিমধ্যে কর্মসংস্থান সংক্রান্ত অ্যাপ ‘লিঙ্কড্ ইন’-এ টেসলার বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন জমা নেওয়াও শুরু হয়ে গিয়েছে।