এই শিশুটিই উদ্ধার হয়েছে প্লাস্টিক ব্যাগের মধ্যে। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।
এ মাসের প্রথম সপ্তাহে আমেরিকার আটলান্টায় রাস্তার ধারের ঝোপ থেকে এক পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করে জর্জিয়া পুলিশ। প্লাস্টিকের ব্যাগে মোড়া সেই নবজাতকের দেহে তখনও লেগেছিল আম্বিক্যাল কর্ড। সেই নবজাতককে উদ্ধারের ভিডিয়ো সম্প্রতি প্রকাশ করা হয়েছে। সেখানকার পুলিশ জানিয়েছে, ওই নবজাতকের নাম দেওয়া হয়েছে ‘বেবি ইন্ডিয়া’।
জুনের মাসের শুরুতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক পুলিশ অফিসার। তিনিই প্রথম লক্ষ্য করেন প্লাস্টিকের ব্যাগের মধ্যে থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। তার পরই উদ্ধার হয় সেই নবজাতক।
বর্তমানে ওই নবজাতককে রাখা হয়েছে বেবি কেয়ার ইউনিটে। সে সুস্থ আছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে। কিন্তু কে ওই শিশুটিকে ফেলে দিয়ে গিয়েছিল তা এখনও জানতে পারেনি পুলিশ। তাই ওই নবজাতকের নাম রাখা হয়েছে ‘বেবি ইন্ডিয়া’। কিন্তু কেন বেবি ইন্ডিয়া নাম দেওয়া হল তা এখনও পরিষ্কার নয়।
দেখুন সেই ভিডিয়ো-
The infant, who authorities have named 'India' was found on June 6 in Georgia, US and authorities are hopeful someone will come forward and identify the child.
— The Indian Express (@IndianExpress) June 27, 2019
Read more: https://t.co/gTG32oz5PH pic.twitter.com/BL6aNcWGRA
আরও পড়ুন: মায়ের দুরন্ত রিফ্লেক্স! অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচালো
আরও পড়ুন: তিনতলার থেকে নীচে পড়ার আগে রুদ্ধশ্বাস ‘ক্যাচ’, বাঁচল শিশু
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy