যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে আবার যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি হামাসের কাছ থেকে পণবন্দিদের তালিকা চেয়েছেন। নেতানিয়াহুর দাবি, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগেই শর্ত ভাঙতে শুরু করে দিয়েছে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস। কথা হয়েছিল, বিরতি শুরুর আগেই হামাস পণবন্দিদের তালিকা প্রকাশ করবে। এখনও তা করা হয়নি বলে অভিযোগ। ইজ়রায়েল এবং হামাসের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রবিবার থেকে।
যুদ্ধবিরতি শুরুর আগে নেতানিয়াহু বলেন, ‘‘যে পণবন্দিদের মুক্তি দেওয়া হবে, তাঁদের নামের তালিকা আমরা এখনও হাতে পাইনি। এ বিষয়ে উভয়পক্ষই সহমত হয়েছিল। ওই তালিকা না-পেলে আমরা চুক্তির শর্ত অনুযায়ী এগোতে পারব না। চুক্তির শর্ত লঙ্ঘন বরদাস্ত করবে না ইজ়রায়েল। এর জন্য একমাত্র দায়ী থাকবে হামাস।’’
আরও পড়ুন:
চাইলে যখন তখন যুদ্ধ আবার শুরু করতে পারে ইজ়রায়েল, জানিয়ে রেখেছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘‘যদি দরকার হয়, আমরা আবার যুদ্ধ শুরু করব। সেই অধিকার আমাদের আছে। আমেরিকাও আমাদের সাহায্য করবে।
ইজ়রায়েলের ২৫১ জন বাসিন্দাকে পণবন্দি করেছিল হামাস। এখনও তাঁদের মধ্যে ৯৪ জন গাজ়ায় হামাসের অধীনে রয়েছেন। তাঁদেরই মুক্তি দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন নেতানিয়াহু। ইজ়রায়েলের সেনাবাহিনীর অবশ্য দাবি, ৯৪ জনের মধ্যে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে হামাসের হাতে।
কাতারের মধ্যস্থতায়, আমেরিকা এবং মিশরের চেষ্টায় গত বুধবার রাতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইজ়রায়েল এবং হামাস। শুক্রবার এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। সেখান থেকেও যুদ্ধবিরতিতে সবুজ সঙ্কেত মেলে। আমেরিকার প্রতিনিধিও জানিয়ে দেন, রবিবার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হবে। কিন্তু তার আগে নেতানিয়াহুর মন্তব্যে নতুন জট তৈরি হল বলে মনে করা হচ্ছে।