আমিরশাহীর সেই এয়ারবাস। ছবি: ইউটিউব।
আকাশ থেকে তখন নামার মুখে। সেই সময়েই তুমুল ঝড়ে ওলটপালট হয়ে যাচ্ছিল চার পাশ। সেই প্রলয়ঙ্কর ঝড়ে এক দিক থেকে অন্য দিকে দুলছিল আমিরশাহীর এ-৩৮০ এয়ারবাস। তাতে বিমানের ভিতরে যাত্রীরা দুলছিলেন এ পাশ থেকে অন্য পাশে। যেন কোনও নৌকা!
আমিরশাহীর দ্বিতল এয়ারবাস এ-৩৮০ বিশ্বের সবচেয়ে বেশি যাত্রীবাহী বিমান। পাইলটের কৃতিত্বেই তুমুল ঝড়ের মধ্যে শেষ পর্যন্ত নিরাপদে যাত্রী ও ক্রু’দের নিয়ে জার্মানির ডুসেলডর্ফ বিমানবন্দরে নামে এয়ারবাসটি। ৫ অক্টোবরের ঘটনা।
আরও পড়ুন- নোটবন্দি ‘আশীর্বাদ’, নয়া নোট ‘অভিশাপ’: নোবেলজয়ী থেলার
আরও পড়ুন- অযোধ্যায় রামের বিশাল মূর্তি গড়ার পথে যোগী আদিত্যনাথ
বিমানটির অবতরণের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপলোডের ৪ দিনের মধ্যেই সেই ভিডিও দেখেছেন ৯০ লক্ষেরও বেশি মানুষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy