জ্যোতি বসু এবং প্রকাশ কারাট। —ফাইল ছবি।
আগামী বছরের ১৭ জানুয়ারি নিউটাউনে জ্যোতি বসুর নামাঙ্কিত গবেষণাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান করবে সিপিএম। ওই দিনই বিকেলের পর থেকে কলকাতায় শুরু হবে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেই বৈঠক চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। সিপিএম সূত্রে খবর, ওই বৈঠকেই আগামী পার্টি কংগ্রেসের জন্য রাজনৈতিক প্রস্তাব আনু্ষ্ঠানিক ভাবে গ্রহণ করা হবে।
গত রবিবার থেকে শুরু হয়েছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেখানে গত পার্টি কংগ্রেসে গৃহীত রাজনৈতিক লাইনের পর্যালোচনা হয়েছে। তার ভিত্তিতেই রাজনৈতিক দলিল তৈরি হবে। কলকাতায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কমিটির বৈঠকে রাজনৈতিক দলিল গৃহীত হওয়ার পরে তা সর্বসমক্ষে আনা হবে। তা নিয়ে যে কেউ সিপিএমকে সংশোধনী পাঠাতে পারবেন। যদিও এ সবই ঔপচারিকতা। জনসাধারণের মতামত নিয়ে সিপিএম তাদের দলিলে বিরাট কোনও বদল এনেছে এমন নজির সাম্প্রতিক সময়ে নেই।
সিপিএম সূত্রে খবর, নিউটাউন লাগোয়া কোনও এলাকায় কেন্দ্রীয় কমিটির বৈঠক বসতে পারে। গত অগস্টে রাজ্য সিপিএমের বর্ধিত অধিবেশন হওয়ার কথা ছিল। কিন্তু আরজি কর আন্দোলনের জেরে মহম্মদ সেলিমেরা তা স্থগিত করে দিয়েছিলেন। সিপিএম সূত্রে খবর, নদিয়া জেলা কমিটি চাইছে কল্যাণীতেই হোক কেন্দ্রীয় কমিটির বৈঠক। আবার সিপিএমের অনেকের বক্তব্য, দূরত্বের কারণে কল্যাণীকে বাদ রেখে কলকাতা বা নিউটাউনের আশপাশের কোনও এলাকায় পার্টি কংগ্রেসের আগে কেন্দ্রীয় কমিটির বৈঠক বসুক। বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক বসবে। সেখানেই স্থানের বিষয়টি চূড়ান্ত হবে। তবে, আগামী এপ্রিলে তামিলনাড়ুর মাদুরাইয়ে হতে চলা সিপিএমের পার্টি কংগ্রেসের রাজনৈতিক লাইন গৃহীত হবে কলকাতাতেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy