(বাঁ দিকে) ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট। ছবি: রয়টার্স।
নাটকীয় ভাবে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁরই মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টকে মঙ্গলবার রাতে বরখাস্ত করলেন। সিদ্ধান্তের কথা জানিয়ে তাঁর দফতরের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বিশ্বাসের ঘাটতির কারণেই এই সিদ্ধান্ত।’’
গত অগস্টে গ্যালান্ট বলেছিলেন, গাজ়ায় সামরিক অভিযান চালিয়েও প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে পুরোপুরি নির্মূল করা যাবে কি না, সে বিষয়ে তিনি সন্দিহান। সে সময়ই তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছিল। এর পরে প্রকাশ্যে যুদ্ধবিরতির পক্ষেও মত প্রকাশ করেছিলেন তিনি।
ঘটনাচক্রে, মঙ্গলবারই যুদ্ধ সংক্রান্ত গোপন তথ্য বিদেশি সংবাদমাধ্যমে পাচারের অভিযোগে নেতানিয়াহুর দফতরের এক আধিকারিককে গ্রেফতার করেছে ইজ়রায়েল পুলিশ। তার পরেই প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের এই সিদ্ধান্ত। ইজ়রায়েলের বিরোধী দলগুলির অভিযোগ, ধৃত ব্যক্তির নাম এলিজ়ার ফেল্ডস্টেইন। তবে তাঁর নাম না নেতানিয়াহুর দফতর মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেছে, ‘ওই ব্যক্তি কখনও প্রতিরক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সরকারি কার্যকলাপে অংশ নেননি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy