রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।
এ বারের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে প্রত্যাবর্তনের নতুন নজির গড়বেন তিনি। মঙ্গলবার রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানালেন, সেই ইতিহাস ছোঁয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। যদিও বুথ ফেরত সমীক্ষায় প্রাথমিক ইঙ্গিত— এগিয়ে রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।
ফ্লরিডার পাম বিচের মর্টন অ্যান্ড বারবারা ম্যান্ডেল রিক্রিয়শন সেন্টার ভোটকেন্দ্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরে ট্রাম্প বলেন, ‘‘আমি খুব আত্মবিশ্বাসী। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, রিপাবলিকানরা দলে দলে ভোট দিতে আসছেন।’’ কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখে ‘সম্মানিত’ বোধ করছেন বলেও জানান ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মেলানিয়া।
মঙ্গলবার ভোটগ্রহণপর্ব শুরুর পরে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্টে লেখেন, ‘‘এখন বেরিয়ে আসার এবং ভোট দেওয়ার সময়। আমরা এক সঙ্গে আমেরিকাকে আবার মহান করে তুলতে পারব!’’ অন্য দিকে তাঁর প্রতিদ্বন্দ্বী কমলা এক্স পোস্টে লেখেন, ‘‘এখন আওয়াজ তোলার সময় এসেছে আমেরিকা।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy