Advertisement
০৬ নভেম্বর ২০২৪
US

দাউদাউ করে আগুন বহুতলে, চার তলায় আটক তিন শিশু, তার পর...

দাউ দাউ করে আগুন জ্বলছে বহুতল বাড়িটায়। এবং তার থেকেও আতঙ্কের হচ্ছে এই বাড়িতে আটকে থাকা তিনটি শিশুর আর্তনাদ। কী করে সেই শিশুদের বাঁচানো যাবে সেই নিয়ে যখন চিন্তিত সবাই, তখনই উদ্ধার কর্তা হিসেবে উপস্থিত হল স্থানীয় পুলিশের একটি দল।

এভাবেই উদ্ধার পেল আটকে থাকা শিশুরা। ছবি: ফেসবুক

এভাবেই উদ্ধার পেল আটকে থাকা শিশুরা। ছবি: ফেসবুক

সংবাদ সংস্থা
আইওয়া শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ১১:০২
Share: Save:

দাউ দাউ করে আগুন জ্বলছে বহুতল বাড়িটায়। এবং তার থেকেও আতঙ্কের হচ্ছে এই বাড়িতে আটকে থাকা তিনটি শিশুর আর্তনাদ। কী করে সেই শিশুদের বাঁচানো যাবে সেই নিয়ে যখন চিন্তিত সবাই, তখনই উদ্ধার কর্তা হিসেবে উপস্থিত হল স্থানীয় পুলিশের একটি দল। তার পর যেটা হলো সেটা সম্ভবত সিনেমার পর্দায় দেখেই অভ্যস্ত আমরা।

মার্কিন যুক্তরাষ্ট্রেআইওয়া। সেখানেই একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে যাওয়ার পর ঘটতে পারত বড় কোনও বিপদ। কারণ সেই বাড়ির চারতলায় আটকে পড়েছিল তিনটি শিশু। অবশ্য বড়োসড়ো কোন বিপদ ঘটেনি তার কারণ ঠিক সময় সেখানে পৌঁছে গিয়েছিলেন আইওয়ার পুলিশকর্মীরা। দমকলের আসতে দেরি হচ্ছে দেখে এবং সঙ্গে সঙ্গে কোনও মই বা সিঁড়ির ব্যবস্থা করতে না পারায় তাৎক্ষণিকভাবে তাঁরা সিদ্ধান্ত নেন যে অন্য কোনও উপায়ে বাঁচাতে হবে সেই শিশুগুলিকে।

ঠিক তক্ষুনি চার জন সিনিয়র পুলিশ অফিসার সিদ্ধান্ত নেন কী করণীয় তাঁদের। নিজেদের মধ্যে আলোচনা করে চারতলার ওই ঘরের নীচে জায়গা নিয়ে নেন তাঁরা। তারপর সেই শিশুদের অভয় দেন নির্ভয়ে জানলা দিয়ে লাফিয়ে পড়ার জন্য। এই ভাবে একে একে তিনটি শিশু জানলা দিয়ে লাফ দিলে নিচ থেকে তাদেরকে ক্রিকেটের বল লোফার মতো করে লুফে নেন ওই চারজন পুলিশ কর্মী।

আরও পড়ুন: ছবি তুলতে গিয়ে মারাত্মক ঢেউয়ে ভেসে গেলেন যুবতী, শিউরে ওঠা ভিডিয়ো ভাইরাল

ঠিক ওই মুহূর্তে এর থেকে তাড়াতাড়ি আর কোন উপায় ওই শিশুগুলোকে বাঁচানো যেত না বলেই জানিয়েছেন তারা। ওই পুলিশ কর্তাদের গায়ে লাগানো ক্যামেরা থেকেই রেকর্ড হয় পুরো ঘটনাটি। তারপর এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় তা। পুলিশ কর্তা কোল জনসন, ক্রেগ ভাসকুয়েজ, টাইলার কেলি এবং কেসি স্যান্ডার্সের এই কৃতিত্ব মন জয় করে নেয় বহু মানুষের।

আরও পড়ুন: বিলেতে বন্দি, ব্যাঙ্ক থেকেই পুলিশের জালে নীরব মোদী

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তবে কী করে এই আগুন লাগার ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত চলবে বলে জানিয়েছে পুলিশ।

অন্য বিষয়গুলি:

US Iowa Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE