সেই ডেভিন কেলি।- ছবি ফেসবুক থেকে।
টেক্সাসের একটি গির্জায় যার গুলিচালনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন, সেই সন্দেহভাজন আততায়ী ডেভিন কেলি এক সময় গার্হস্থ্য হিংসার দায়ে জেল খেটেছিল বছরখানেক।
আর তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ থাকায় কেলি চাকরি খুইয়েছিল নিউ মেক্সিকোর হলোমান এয়ারফোর্স বেস থেকে।
এয়ারফোর্সের মুখপাত্র অ্যান স্তেফানেক রবিবার এ কথা জানিয়েছেন। স্তেফানেক বলেছেন, গার্হস্থ্য হিংসার দায়ে ২০১২ সালে কোর্ট মার্শাল হয়েছিল কেলির। তার পর এক বছরের জন্য জেল খেটেছিল কেলি।
আরও পড়ুন- নোটবন্দিতে ১৭ হাজার কোটি টাকা জমা! নজরে ৩৫ হাজার সংস্থা
আরও পড়ুন- মারাত্মক ভুলটা মোদী মেনে নিন: নোটবন্দি নিয়ে মনমোহন
নিউ মেক্সিকোর হলোমান এয়ারফোর্স বেসের মুখপাত্র জানিয়েছেন, এয়ারফোর্স বেসের লজিস্টিক্স রেডিনেস দফতরে ২০১০ থেকে টানা ৪ বছর কাজ করেছিল কেলি।
টেক্সাসের ফার্স্ট ব্যাপটিস্ট চার্চ অফ সাদারল্যান্ড স্প্রিংসে কেলির এলোপাতাড়ি গুলিচালনায় ২৬ জন প্রাণ হারান। গুরুতর জখম হন জনাকুড়ি মানুষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy