ঠিক ন’টা বেজে তেত্রিশ মিনিট। এক মিনিটের জন্য স্তব্ধ হল ব্রিটিশ পার্লামেন্ট। নীরবতা পালনের মাধ্যমে স্মরণ করা হলো কালকের জঙ্গি হামলায় নিহতদের।
তবে এই সময় বাছা হয়েছিল নির্দিষ্ট এক জনের জন্যই। পুলিশ অফিসার কিথ পামার। আইএস জঙ্গির ছুরির হামলায় প্রাণ গিয়েছে তাঁর। পামারের আইডি নম্বর ছিল ৯৩৩। ১৫ বছর পুলিশে ছিলেন কিথ। সেনায় তাঁর প্রাক্তন সহকর্মী এমপি টোবিয়াস এলউড চোখের জল ধরে রাখতে পারেননি আজ। কিথকে বাঁচানোর জন্য দীর্ঘ চেষ্টা করেন তিনি। গোটা হাউস অব কমন্স আজ ওই কনজারভেটিভ নেতার প্রশংসা করে। নিহত হয়েছেন দুই সন্তানের মা আইশা ফ্রেডও। বাচ্চাদের স্কুল থেকে আনতে যাচ্ছিলেন আইশা। ওয়েস্টমিনস্টার সেতু দিয়ে হাঁটছিলেন। জঙ্গি খালিদ মাসুদের গাড়ির ধাক্কায় অন্য একটি গাড়ির সামনে পড়েন তিনি। সেই গাড়িটিই পিষে দেয় তাঁকে। খালিদের উন্মত্ত গাড়ি পিষে মেরে ফেলেছে কার্ট কোচরানকেও। ২৫ বছরের বিবাহ বার্ষিকী পালন করতে স্ত্রীর সঙ্গে আমেরিকা থেকে লন্ডন এসেছিলেন কার্ট। তাঁর স্ত্রী মেলিসা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
কালই লন্ডন পুলিশের সাহস আর তৎপরতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী টেরেসা মে। স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাস দমন শাখার প্রধান মার্ক রাওলি জানিয়েছেন, লন্ডনের রাস্তায় রাস্তায় বাড়ানো হয়েছে পুলিশ প্রহরা। ছুটি বাতিল করে, ডিউটির সময় বাড়িয়ে কাজ করছেন অফিসারেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy