Advertisement
০৬ নভেম্বর ২০২৪
International

রেস্তোরাঁয় খাওয়ার বিল ৯ কোটি টাকা!

রেস্তোরাঁয় গিয়ে সর্বোচ্চ কত টাকার খেয়েছেন আপনি? হাজার, দু’হাজার, পাঁচ তারা হোটেলে বন্ধুদের নিয়ে লাঞ্চ বা ডিনারে গেলে ৫০-৬০ হাজারও হতে পারে। কিন্তু, কোনও দিন শুনেছেন লাঞ্চে গিয়ে কেউ ৯ কোটি টাকার খাবার খেয়েছেন!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ১৬:৫৬
Share: Save:

রেস্তোরাঁয় গিয়ে সর্বোচ্চ কত টাকার খেয়েছেন আপনি? হাজার, দু’হাজার, পাঁচ তারা হোটেলে বন্ধুদের নিয়ে লাঞ্চ বা ডিনারে গেলে ৫০-৬০ হাজারও হতে পারে। কিন্তু, কোনও দিন শুনেছেন লাঞ্চে গিয়ে কেউ ৯ কোটি টাকার খাবার খেয়েছেন! অবিশ্বাস্য হলেও এমনই এক বিচিত্র ঘটনা ঘটেছে স্কটল্যান্ডে। তাও আবার একটি ভারতীয় রেস্তোরাঁয়!

স্কটল্যান্ডের আবেরডিনশায়ারের এক ভারতীয় রেস্তোরাঁয় কয়েক জন বন্ধু নিয়ে লাঞ্চ সারতে গিয়েছিলেন এক স্কটিশ যুবক। খাওয়ার পর বিল হয় মোটামুটি ১০০ ইউরো। টাকা মেটানোর জন্য তিনি কাউন্টারে তাঁর কার্ডটি দেন। কার্ডটি সোয়াইপ করে দেখা যায় টাকার লেনদেন হচ্ছে না। ব্যাঙ্কে যোগাযোগ করা হলে একটি সিকিউরিটি কোড দেওয়া হয়। সেই কোড দিয়ে যথারীতি টাকার লেনদেনও হয়ে যায়।

কিছু পরে কাউন্টারের ক্যাশিয়ার খেয়াল করেন, মারাত্মক ভুল হয়ে গিয়েছে। ১০০ ইউরোর পরিবর্তে মোট ১ কোটি ইউরো দিয়ে ফেলেছেন ওই ক্রেতা। আসলে সমস্যাটা হয়েছিল অন্য জায়গায়। ব্যাঙ্ক থেকে যে সিকিউরিটি কোডটি দেওয়া হয় সেটি ছিল ১,০০৬,০৮২.০৪। কিন্তু ওই যুবক ভুল করে ওই অঙ্কটি অ্যামাউন্টের জায়গায় টাইপ করে দেন। ব্যাস। পেমেন্ট হয়ে যায় ১ কোটি ইউরো ( প্রায় ৯ কোটি টাকা)।

রেস্তোরাঁ থেকে সঙ্গে সঙ্গে ফোন করা হয় ওই যুবককে। তিনি নিজের ভুল বুঝতে পারেন। যোগাযোগ করেন ব্যাঙ্কের সঙ্গে। ব্যাঙ্কও বুঝতে পারে, যা ঘটেছে তা একেবারেই অনিচ্ছাকৃত। যুবকের অ্যাকাউন্টে তাঁর দেওয়া টাকা ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন:
চট করে অনলাইনে পিএফ ব্যালান্স জানুন এই পাঁচ উপায়ে

অন্য বিষয়গুলি:

Restaurant Bill 10 Million Euro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE