Picture of this cow goes viral in social media dgtl
bovine
‘জেন্টল জায়ান্ট’ সম্পর্কে এই তথ্যগুলি আপনাকে চমকে দেবে!
মাত্র সাত বছর বয়স। তাও একটা গরু। তাতেই রীতিমতো সেলেব্রিটি সে। অনলাইনে ভাইরাল হয়েছে গরুটির ছবি, কয়েক লক্ষ বার শেয়ারও হয়েছে। কিন্তু কেন?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮ ১৫:১৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
মাত্র সাত বছর বয়স। তাও একটা গরু। তাতেই রীতিমতো সেলেব্রিটি সে। অনলাইনে ভাইরাল হয়েছে গরুটির ছবি, কয়েক লক্ষ বার শেয়ারও হয়েছে। কিন্তু কেন?
০২০৯
একটা অ্যাম্বাসাডর গাড়ির ওজন যেখানে প্রায় ১১০০ কিলোগ্রাম, ছয় ফুট পাঁচ ইঞ্চির এই গরুটির ওজন ১২৭০ কিলোগ্রাম। যেখানে সাধারণ একটি গরুর ওজন ৯০০ কিলোগ্রাম।
০৩০৯
অনেকেই দাবি করেছেন, এটিই নাকি বিশ্বের সবচেয়ে বড় গরু।
০৪০৯
এর আগে এই খেতাব ছিল অস্ট্রেলিয়ার একটি গরুর। কিন্তু সেটির চেয়েও এক ইঞ্চি বড় এটি।
০৫০৯
এত বড় আকৃতি বলেই সে কসাইখানার হাত থেকেও রেহাই পেয়েছে। রেবেকা নামের এক নিরামিশাষী মহিলা তাকে উদ্ধার করেছেন।
০৬০৯
গরুটির নাম দেওয়া হয়েছে ‘জেন্টল জায়ান্ট’। জেন্টল জায়ান্টের ছবি কয়েক লক্ষ বার শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই লিখেছেন মায়া পড়ে গিয়েছে এই নিরীহ প্রাণীটির উপরে।
০৭০৯
কানাডার মান্টিওবায় কিসমেট ক্রিক ফার্ম অ্যানিম্যাল স্যাংচুয়ারিতে কার্ল স্কোয়েনরক ও তাঁ স্ত্রী রাইলের কাছেই বড় হচ্ছে সে।
০৮০৯
জেন্টল জায়ান্ট রয়েছে বেশ কিছু ঘোড়া ও ছাগলের সঙ্গে। চেহারা বিশাল হলেও নামের মতোই সে একেবারেই হিংস্র নয়। ক্রিক জানান, ঘোড়াগুলো বেশ জ্বালাতনও করে তাকে। কিন্তু সে পাল্টা ধাক্কাধাক্কিতে অংশ নেয় না।
০৯০৯
তবে এই গরুটি বিশ্বের সবচেয়ে বড় কি না তা নিয়ে ইন্টারন্যাশনাল কাউ কমিটি এখনও কিছু জানায়নি।