Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Sushma Swaraj

‘আপনি প্রধানমন্ত্রী হলে দেশ বদলে যেত!’ সুষমাকে টুইট পাক তরুণীর

সম্প্রতি চিকিৎসার জন্য এক পাক নাগরিককে ভারতে আসার মেডিক্যাল ভিসা দেওয়ার ক্ষেত্রে টুইটারে বিদেশমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন হিজাব আসিফ নামে এক পাক তরুণী। এই আবেদনে সাড়া দিয়ে খুব দ্রুত পদক্ষেপ করেন সুষমা।

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৭ ১৪:৫৯
Share: Save:

বিদেশে কেউ সমস্যায় পড়লে তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সে যে কোনও দেশেরই নাগরিক হোন না কেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব সময়েই বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ান বিদেশমন্ত্রী। ভারতে চিকিৎসা করাতে আসা পাক নাগরিকদের প্রতি তাঁর সহানুভূতি ইতিমধ্যেই নজর কেড়েছে। তাঁর এই ইতিবাচক সাড়ায় আপ্লুত সীমান্তপারের এক পাক তরুণীও। শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে ওই তরুণী লিখেছেন, ‘‘সুষমা স্বরাজ যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তা হলে সে দেশের চেহারাই বদলে যেত।’’

আরও পড়ুন: শরিফকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করল পাক সুপ্রিম কোর্ট

সম্প্রতি চিকিৎসার জন্য এক পাক নাগরিককে ভারতে আসার মেডিক্যাল ভিসা দেওয়ার ক্ষেত্রে টুইটারে বিদেশমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন হিজাব আসিফ নামে এক পাক তরুণী। এই আবেদনে সাড়া দিয়ে খুব দ্রুত পদক্ষেপ করেন সুষমা। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের সঙ্গে কথা বলে পাকিস্তানের ওই বাসিন্দাকে যত তাড়াতাড়ি সম্ভব মেডিক্যাল ভিসা দেওয়ার নির্দেশ দেন তিনি। বিদেশমন্ত্রীর নির্দেশ পেয়ে ওই পাক নাগরিকের সঙ্গে যোগাযোগও করে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন। এত দ্রুত সাড়া পেয়ে অভিভূত ওই তরুণী অনেক ভালবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে টুইটারে লেখেন, ‘‘সুষমা স্বরাজ, আপনাকে আমি কী বলে ডাকব? সুপারওম্যান। ভগবান। আপনার সহৃদয়তাকে ব্যাখ্যা করার কোনও ভাষাই নেই। আপনাকে অনেক ভালোবাসা দিলাম।’’

পাক তরুণী হিজাব আসিফের টুইট সুষমা স্বরাজকে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE