বালুচিস্তানে ঘরছাড়া এক পরিবার। ছবি:রয়টার্স।
পাকিস্তানে ভয়াবহ বন্যায় ঘরছাড়া হাজার হাজার মানুষ। শনিবার কাবুল নদীর জলের তোড়ে খাইবার পাখতুখোওয়া অঞ্চলে একটি বড়সড় সেতু ভেসে গিয়েছে। এক রাতের মধ্যে গোটা সেতু ভেসে যাওয়ায় একটা গোটা জেলার মানুষের মধ্যে যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এখন পাকিস্তানের প্রায় তিন কোটি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। চারসাড্ডা জেলার হাজার হাজার মানুষ গবাদি পশু নিয়ে রাস্তায় দিন কাটাচ্ছেন। পাকিস্তানের জলবায়ু সংক্রান্ত মন্ত্রী একে ‘ঐতিহাসিক বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন। শনিবার সোয়াত জেলার অতিরিক্ত উপকমিশনার আবরার ওয়াজির জানান, ওই জেলায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। বন্যায় প্রায় ১৩০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫টি সেতু পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সিন্ধু প্রদেশের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, দুর্যোগের মাত্রা এমন হবে কল্পনা করতে পারেননি। অগস্টের গড় বৃষ্টিপাতের প্রায় আট গুণ হয়েছে এ বছর।
এই পরিস্থিতিতে পাকিস্তান নেতারা সাহায্যের জন্য আন্তর্জাতিক মহলে আবেদন করেছেন। অন্য দিকে, তাঁদের প্রতিবেশী দেশ আফগানিস্তানও বন্যায় প্রভাবিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy