ভারত-পাক টানাপড়েনে এ বার রাষ্ট্রপুঞ্জ সাধারণ পরিষদের অধিবেশনের উত্তাপ বাড়তে পারে, বলছেন কূটনীতিকদের একাংশ। —প্রতীকী ছবি।
পাকিস্তানকে তীব্র কটাক্ষ করলেন রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতীয় দূত সৈয়দ আকবরউদ্দিন। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তান ফের কাশ্মীর ইস্যু নিয়ে সরব হবে বলে পাক বিদেশ মন্ত্রক সম্প্রতি জানিয়েছে। সে প্রসঙ্গে আকবরউদ্দিনের মন্তব্য, ‘‘মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই’’ (মিয়া কি দৌড় মসজিদ তক)। বেশ কয়েক দশক ধরে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা হয়নি রাষ্ট্রপুঞ্জে। পুরনো ইস্যু নিয়ে পাকিস্তান যদি সরব হতে চায়, তা হলে পাকিস্তান এখনও পুরনো দিনেই পড়ে রয়েছে বলে ধরে নিতে হবে। আকবরউদ্দিন এমনই বলেছেন এক সাংবাদিক বৈঠকে।
আরও পড়ুন: মাসুদে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আদায় করতে জোর তৎপরতা ভারতের
চলতি মাসের শেষ দিকে বসছে রাষ্ট্রপুঞ্জ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন। তার আগে বিভিন্ন দেশের তরফেই কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। ভারতের তরফে শনিবার সৈয়দ আকবরউদ্দিন এক সাংবাদিক বৈঠক করেন। সেখানে প্রত্যাশিত ভাবেই পাকিস্তান সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। পাকিস্তান এ বারের অধিবেশনে কাশ্মীর ইস্যু উত্থাপন করবে বলে যে কথা শোনা যাচ্ছে, সে নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। আকবরউদ্দিন বলেন, ‘‘দশকের পর দশক ধরে যে বিষয়টি রাষ্ট্রপুঞ্জের আলোচনার টেবিলে অনুপস্থিত, তাঁরা (পাকিস্তান) যদি এখন সেই বিষয়ে মনোনিবেশ করতে চান, তা হলে করুন। ... মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই।’’
আরও পড়ুন: আশ্রয় কোথায়! কিম-ক্ষেপণাস্ত্রে ত্রাস জাপানে
রাষ্ট্রপুঞ্জ সাধারণ পরিষদের এ বারের অধিবেশনে ভারত মূলত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, নিরাপত্তা পরিষদের কাঠামো সংস্কার এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনায় জোর দেবে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। আকবরউদ্দিন জানিয়েছেন, ভারত প্রগতিশীল বিষয় নিয়ে এবং পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে। পাকিস্তানকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, যাঁরা ‘অতীতের বিষয়’ নিয়ে আলোচনা করবেন, তাঁরা ‘অতীতের মানুষ’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy