ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে অজগরের ছবি পোস্ট করেন লন্ডনের ওই ব্যক্তি।
ফুলকো গোলাপি গালের এক খুদে। মনের সুখে সোফায় ঘুমাচ্ছে। আর তার ঠিক পাশেই হলুদ রঙের একটা প্রকাণ্ড অজগর সাপ। লম্বায় প্রায় ১৩ ফুট। না, এটা কোনও সিনেমার গল্প নয়। এমনটাই ঘটেছে লন্ডনে।
লন্ডনের একটি অ্যাপার্টমেন্টে থাকেন এড তাওকা। সঙ্গে থাকে তাঁর ফুটফুটে মেয়ে। আর থাকে সোনি ও চের নামে একজোড়া অজগর। রেটিকুলেটেড পাইথন।
অজগর প্রজাতির মধ্যে বিশ্বের দীর্ঘতম প্রজাতির এই দু’টি। ওজনের দিক থেকেও সবচেয়ে ভারী। অকারণে সাপ ও অজগর নিয়ে আতঙ্ক ছড়ায় মানুষের মনে। তওকা বলেন, ‘‘সাপ কিন্তু রক্তখেকো কোনও প্রাণী নয়। আসলে এরা অত্যন্ত নিরীহ।’’ তাই নিজের ছোট্ট মেয়ের সঙ্গে অজগর দু’টিকে পোষ্য হিসাবে মানুষ করছেন তাওকা।
সোশ্যাল মিডিয়ায় পাঁচ বছরের খুদের সঙ্গে অজগরগুলির সময় কাটানোর ভিডিও পোস্ট করেন তিনি। বলেন, তাঁর মেয়ে খুব ভাল আছে। একেবারে নিরাপদে আছে।
দেখুন ভিডিয়ো:
এই ভিডিয়ো পোস্টের পরই নেটিজেনরাও চমকে গিয়েছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, খুদে মন দিয়ে টিভি দেখছে। আর তার পা জড়িয়ে রয়েছে একটি অজগর। আবার কখনও খুদে খাবার দিচ্ছে অজগরকে।
আরও খবর: চুরি করেছিলেন ২০ বছর আগে, এত দিন পর যা করলেন এক রেস্তরাঁ কর্মী
অজগরের বিশাল হাঁ দেখে পিলে চমকে উঠেছে অনেকেরই। আর তওকা বলেছেন, অজগরটি তখন একটু ক্লান্ত বোধ করছিল, এতে ভয় পাওয়ার কিছু নেই। বিরল প্রজাতির প্রাণীগুলিকে রক্ষা করা আমাদের কর্তব্য এমনটাও উল্লেখ করেছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy