La Pascualita: Is this a dead girl or a mannequin dgtl
La Pascualita
ম্যানিকুইন না সংরক্ষিত মৃতদেহ: বিতর্ক, বিস্ময় বাড়াচ্ছে মেক্সিকোর দোকান
একটি পোশাকের দোকানে গেলেই কাচের ভেতর দাঁড়িয়ে থাকতে দেখা যাবে একটি সুন্দর ম্যানিকুইন বা মোমের পুতুলকে। ‘মোমের পুতুল’ বলছি বটে, তবে সেটির ত্বক, নখ একেবারে জীবন্ত মানুষের মতোই। এই ম্যানিকুইনটির সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত গল্প।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ০৯:৫০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
মেক্সিকোর ‘লা পাসকুয়ালিতা’ নামের একটি বিখ্যাত পোশাকের দোকানের দরজার কাছে কাচের ভিতর সুন্দর পোশাকে সেজে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি সুন্দর ম্যানিকুইনকে।
০২০৮
২৫ মার্চ, ১৯৩০ সাল থেকে ‘লা পাসকুয়ালিতা’-এ রয়েছে এই ম্যানিকুইনটি।
০৩০৮
১৯৩০-এ ওই দোকানের তত্কালীন মালিক পাসকুয়ালা এসপারজা-এর সঙ্গে এই ম্যানিকুইনটির মুখের অবিকল মিল।
০৪০৮
জীবন্ত মানুষের মতোই অবিকল এই ম্যানিকুইনটির ত্বক, নখ, শিরা-উপশিরাগুলি।
০৫০৮
স্থানীয় বাসিন্দাদের ধারণা, এটি কোনও ম্যানিকুইন নয়। এটি আসলে এই দোকানের তত্কালীন মালিক পাসকুয়ালা এসপারজার মেয়ের সংরক্ষিত মৃতদেহ।
০৬০৮
জানা গিয়েছে, ‘লা পাসকুয়ালিতা’-এ এই ম্যানিকুইনটি বসানোর কিছু দিন আগেই বিষাক্ত মাকড়সার কামড়ে মৃত্যু হয়েছিল এসপারজার যুবতী মেয়ের।
০৭০৮
যদিও বরাবর মেয়ের দেহ ম্যানিকুইন বানিয়ে সংরক্ষণের বিষয়টি অস্বীকার করেছেন পাসকুয়ালা এসপারজা ও তাঁর স্ত্রী।
০৮০৮
বিশেষজ্ঞদের মতে, মেক্সিকোর আবহাওয়া এত দিন ধরে মৃতদেহ সংরক্ষণ করা সম্ভব নয়। তবে এই ম্যানিকুইনটি এতটাই নিখুঁত যে তা আজও অবাক করে হালফিলের তাবড় বিশেষজ্ঞদের।