কানাডার মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূত। বুধবার ওটাওয়ায় দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে শপথ নিলেন ইন্দো-কানাডিয়ান শিখ রাজনীতিক হরজিত্ সাইজান। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর ৩০ সদস্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য তিনি। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ইরাক ও সিরিয়ায় আইসিস দমনে মুখ্য ভূমিকা নেবেন সাইজান।
ভ্যাঙ্কুভার সাউথের সাংসদ কানাডা সেনার লেফটেন্যান্ট কর্নেল হরজিত্ সাইজান বসনিয়া ও আফগানিস্তানের কান্দাহারে দীর্ঘ দিন কাজ করেছেন। কান্দাহারে তালিবানি প্রভাব নিয়ন্ত্রণে আনার জন্য ২০১৩-এ মেরিটোরিয়াস সার্ভিস মেডেল পান হরজিত্ সাইজান। স্থানীয় সংস্কৃতির ওপর দখল ও আদিবাসী সমীকরণকে কাজে লাগিয়ে আদিবাসী আফগান নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি।
মধ্য চল্লিশের হরজিতের জন্ম ভারতে। মাত্র পাঁচ বছর বয়সে কানাডা পাড়ি দেন তিনি।
বুধবার রিডাউ হলে দেশের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জাস্টিন ট্রুডু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy