Advertisement
০৬ নভেম্বর ২০২৪
International News

‘ভোটে জিতলে পাকিস্তানকে কট্টরপন্থীদের হাতে তুলে দেবেন ইমরান’, দাবি প্রাক্তন স্ত্রীর

সাম্প্রতিক অতীতে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান, প্রাক্তন ক্রিকেটার ইমরানকে বোধহয় এতটা কড়া সমালোচনার মুখে পড়তে হয়নি।

আত্মজীবনীতে ইমরানকে বিঁধেছেন তাঁর প্রাক্তন স্ত্রী। ছবি: এএফপি।

আত্মজীবনীতে ইমরানকে বিঁধেছেন তাঁর প্রাক্তন স্ত্রী। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ১৫:০৮
Share: Save:

রাজনীতির অন্দরে নয়, ‘ঘরের মাঠেই’ একের পর এক বাউন্সারে বিদ্ধ ইমরান খান। নিজের অপ্রকাশিত আত্মজীবনীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী, প্রাক্তন স্বামীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রেহাম খান। ইমরানকে ‘মিস্টার ইউ-টার্ন’ আখ্যা দিয়ে কখনও রেহাম বলেছেন, ‘নির্বাচনে জিতলে পাকিস্তানকে কট্টরপন্থীদের হাতে তুলে দেবেন ইমরান’, আবার কখনও তাঁর দাবি, ‘ইমরানের দলে যৌন সুবিধার বিনিময়ে চড়চড় করে রাজনৈতিক সিঁড়িতে ওঠা যায়’। রেহামের মতে, ‘‘পাকিস্তান তো বটেই, ইমরানের থেকে সাবধানে থাকা উচিত ভারতেরও।’’

সাম্প্রতিক অতীতে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান, প্রাক্তন ক্রিকেটার ইমরানকে বোধহয় এতটা কড়া সমালোচনার মুখে পড়তে হয়নি। বিবিসি-র প্রাক্তন অ্যাঙ্কর, সাংবাদিক রেহামের সঙ্গে ইমরানের দাম্পত্য টিকেছিল সাকুল্যে মাস দশেক। হালে তাঁর আত্মজীবনী ‘রেহাম খান’-এর অংশবিশেষ অনলাইনে ফাঁস হয়ে যায়।

জুলাইয়ে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের আগে ইমরানকে নিয়ে রেহামের মতামত আপাতত ঝড় বইয়ে দিয়েছে পাকিস্তান রাজনীতির অন্দরে। আর তাতে বিপাকে পড়েছেন রেহামও। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছেন ইমরানের তেহরিক-ই-ইনসাফ দলের মিডিয়া কোঅর্ডিনেটর অনিলা খোয়াজা-সহ প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম, রেহামের আর এক প্রাক্তন স্বামী ইজাজ রহমান, ব্রিটিশ ব্যবসায়ী সৈয়দ জুলফিকার বুখারি। সকলেরই দাবি, আত্মজীবনীতে তাঁদের সম্মানহানি করেছেন রেহাম।

আরও পড়ুন
চুমু খেয়ে বিতর্কে দুতের্তে

ইমরানকে ভোট দেওয়ার আগে তাঁর আসল চেহারাটা জানা উচিত পাকিস্তানের আমজনতার। মত প্রাক্তন স্ত্রীর। ছবি: এএফপি।

ইমরান সম্পর্কে ঠিক কী বলেছেন রেহাম?

ভারতের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ-১৮’কে দেওয়া সাক্ষাৎকারে রেহাম জানিয়েছেন, ইমরানকে ভোট দেওয়ার আগে তাঁর আসল চেহারাটা জানা উচিত পাকিস্তানের আমজনতার। রেহামের বিস্ফোরক দাবি, নিজের স্বার্থসিদ্ধির জন্য সব কিছুই করতে পারেন ইমরান। এমনকী, শুধুমাত্র রাজনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য পাক সেনাবাহিনীর সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ইমরান। তবে প্রাক্তন স্ত্রীর এই সব মন্তব্য নিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ইমরানের কোনও প্রতিক্রিয়া না মিললেও সমালোচকদের একাংশের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই ইমরানের সমালোচনা করতে শুরু করেছেন রেহাম।

এর আগেও অবশ্য ইমরানের সমালোচনায় মুখ খুলেছিলেন রেহাম। ২০১৫-য় বিবাহ বিচ্ছেদের পর পরই ইমরান ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেছিলেন তিনি। এ বার রেহাম আরও বেশি আক্রমণাত্মক। সাক্ষাৎকারে রেহামের দাবি, “এক সময় পাক সেনাবাহিনীর কট্টর সমালোচক ইমরান আসলে প্রকাশ্যে এক রকম, আর আড়ালে অন্য রকম!”

তবে কি ইমরান সুবিধাবাদী?

রেহামের মতে, ইমরান সুবিধাবাদী ছাড়া আর কিছুই নন। রেহামের কথায়, “বিভিন্ন সময় অনেকেই বলেছেন, এমনকী, আমিও এখন সাহস নিয়েই বলছি, ইমরান হল, মিস্টার ইউ-টার্ন। ২০১৩-র নির্বাচনে ইমরানকে ভোট দিয়েছিলাম ঠিকই। কিন্তু আসন্ন নির্বাচনে আমি অন্তত ইমরানকে ভোট দেব না।”

আরও পড়ুন
তোমার কোনও দোষ নেই, লিখেছিলেন মেয়েকে

২০১৫-তে ইমরানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় রেহামের। ছবি: এএফপি।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এক সময় দেশে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন ইমরান খান। ১৯৯৬-এ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নামে একটি দল গড়েন তিনি।

রেহামের বক্তব্য, যে আদর্শ নিয়ে দল গড়েছিলেন ইমরান, তার থেকে এখন তিনি সরে এসেছেন। তাঁর কথায়, “যে ইমরানকে এক সময় প্রশাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য সমর্থন করেছিলাম, সেই ইমরান নিজেই এখন প্রশাসনের মুখ হয়ে উঠেছেন। এটা খুবই দুঃখজনক যে, এখন পিটিআই-এর থেকেও পাকিস্তান পিপল্‌স পার্টি বা পাকিস্তান মুসলিম লিগে অনেক বেশি স্বচ্ছতা রয়েছে।”

এর পরেও থামেননি রেহাম। ইমরানের দিকে ইঙ্গিত করে বলেছেন, “কট্টরপন্থীদের পাশে দাঁড়ানো মানুষের উপর দেশের শাসনভার তুলে দিলে তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।”

অন্য বিষয়গুলি:

Imran Khan Reham Khan Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE