Advertisement
৩০ সেপ্টেম্বর ২০২৪

মেয়র পদপ্রার্থী খুনে আটক পুলিশ বাহিনী

ভোটের আর এক সপ্তাহও বাকি নেই। আর তার আগেই একের পর এক প্রার্থী-সহ রাজনৈতিক নেতা-কর্মীর খুন হওয়া নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।

সংবাদ সংস্থা
মেক্সিকো সিটি শেষ আপডেট: ২৬ জুন ২০১৮ ০২:৩৩
Share: Save:

ভোটের আর এক সপ্তাহও বাকি নেই। আর তার আগেই একের পর এক প্রার্থী-সহ রাজনৈতিক নেতা-কর্মীর খুন হওয়া নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।

১ জুলাই, রবিবার মেক্সিকোয় মেয়র পদের নির্বাচন। প্রশাসনিক সূত্রের খবর, যে দিন থেকে ভোটের প্রচার শুরু হয়েছে, সে দিন থেকে অন্তত ১০০ জন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীকে খুন করা হয়েছে মেক্সিকোয়। গত সপ্তাহেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন মেক্সিকোর ওকাম্পো শহরের তিন মেয়র পদপ্রার্থী।

আর এর পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। গ্রেফতার করা হয়েছে গোটা শহরের পুলিশ বাহিনীকে। নেমেছে সেনা। মিচোয়াক্যান রাজ্যের সুরক্ষা সচিবালয়ের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। ঠিক কত জন পুলিশকে গ্রেফতার করা হয়েছে, তা সরকারি ভাবে জানা না গেলেও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ধৃতদের মধ্যে অন্তত ৩০ জন পুলিশকর্তা রয়েছেন।

গত ১৪ জুন, টারেটানের এক মেয়র পদপ্রার্থী খুন হন। গত বুধবার ওমর গোমে‌‌জ় নামে আগিলিলার এক নির্দল প্রার্থীকে গুলি করে খুন করা হয়। তার এক দিন পরেই ফের অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় মেয়র পদপ্রার্থী ৬৪ বছরের ফার্নান্দো অ্যাঞ্জেলেস হুয়ারের। সে সময় প্রচারের কাজে ব্যস্ত ছিলেন তিনি। বামপন্থী দল পার্টি অব দ্য ডেমোক্র্যাটিক রেভলিউশন (পিআরডি)-র হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন ফার্নান্দো।

ফার্নান্দো-খুনে অভিযোগের আঙুল উঠেছে ওকাম্পোর জনসুরক্ষা সচিব গনজ়ালেস গার্সিয়ার বিরুদ্ধে। শনিবার তাঁকে গ্রেফতার করতে কেন্দ্রীয় পুলিশের উচ্চপদস্থ কর্তারা এলে স্থানীয় পুলিশ গ্রেফতারি রুখে দেয়। আর এর পরেই রবিবার সকালে গোটা ওকাম্পো শহরের পুলিশ বাহিনীকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কেন্দ্রীয় পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Mayoral Candidate Police Arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE