Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
surtsey island

সদ্যোজাত জনমানবহীন আগ্নেয় দ্বীপে চারাগাছ! কী ভাবে সম্ভব? রহস্য সমাধানে চমকে গেলেন বিজ্ঞানীরা

আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত মাত্র তিন বর্গ কিমি এলাকা জুড়ে রয়েছে এই ক্ষুদ্র দ্বীপটি। জন্মের সময় এর উচ্চতা ছিল ৫১০ ফুট।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৬
Share: Save:
০১ ১৫
Mystery of Surtsey the volcanic island and the suspicious plant

সদ্যোজাত দ্বীপ বললেও অত্যুক্তি হয় না। ১৯৬৩ সালে সমুদ্রের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত উত্তর অতলান্তিক মহাসাগরে একটি নতুন দ্বীপ তৈরি করে। আইসল্যান্ডের পৌরাণিক কাহিনির ‘সার্তার’ নামের এক দৈত্যের নামে নতুন দ্বীপের নামকরণ করা হয় সার্ৎস।

০২ ১৫
Mystery of Surtsey the volcanic island and the suspicious plant

আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত মাত্র তিন বর্গ কিমি এলাকা জুড়ে রয়েছে এই ক্ষুদ্র দ্বীপটি। জন্মের সময় এর উচ্চতা ছিল ৯৫০ ফুট। এর মধ্যে ৩৯০ ফুট ছিল জলের নীচে। কয়েক দশক ধরে ভূমিক্ষয়ের ফলে সেই উচ্চতা কমে দাঁড়িয়েছে ৫০৫ ফুট।

০৩ ১৫
Mystery of Surtsey the volcanic island and the suspicious plant

এই দ্বীপটি আইসল্যান্ডের উপকূল থেকে প্রায় ৩২ কিমি দূরে। এটি ইউনেস্কো ওয়ার্লড হেরিটেজ সাইট।

০৪ ১৫
Mystery of Surtsey the volcanic island and the suspicious plant

নতুন দ্বীপটির জন্মের খবর জানার পর সেখানে হাজির হন ভূতাত্ত্বিক ও জীববিজ্ঞানীরা। দীর্ঘমেয়াদি গবেষণার জন্য বর্তমানে এখানে আইসল্যান্ড এবং আমেরিকার বিজ্ঞানীরা একটি কেন্দ্র গড়ে তুলেছেন।

০৫ ১৫
Mystery of Surtsey the volcanic island and the suspicious plant

প্রথমে এই দ্বীপটিতে ছিল না কোনও প্রাণের অস্তিত্ব। ছিল না সবুজের ছোঁয়া। একদল বিজ্ঞানী শুধুমাত্র এখানে পা রাখার অনুমতি পেতেন।

০৬ ১৫
Mystery of Surtsey the volcanic island and the suspicious plant

হঠাৎই একদিন তাঁরা সার্ৎসে এসে যা দেখলেন, তাতে তো চক্ষু চড়কগাছে! পাথুরে আগ্নেয় শিলার ফাঁকে উঁকি মারছে সবুজ পাতা। স্বাভাবিক ভাবেই বিজ্ঞানীরা বিস্মিত।

০৭ ১৫
Mystery of Surtsey the volcanic island and the suspicious plant

কারণ সদ্য জন্মানো এই দ্বীপের গাছপালা জন্মানো অসম্ভব বলে ধরে নিয়েছিলেন বিজ্ঞানীরা। কারণ সেই সময় দ্বীপটিকে ‘কোয়ারান্টাইন’ হিসাবে ঘোষণা করা হয়।

০৮ ১৫
Mystery of Surtsey the volcanic island and the suspicious plant

সে কারণে গুটি কয়েক মানুষ ছাড়া অন্য কোনও ভাবে মানুষ বা প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব ছিল না এখানে। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই এই দ্বীপে পা রাখতেন বিজ্ঞানী ও গবেষকেরা।

০৯ ১৫
Mystery of Surtsey the volcanic island and the suspicious plant

প্রথম গাছের যে প্রজাতিটি জন্ম নিয়েছিল সার্ৎসের মাটিতে, তা-ও আইসল্যান্ডের আশপাশে জন্মানো কোনও পরিচিত প্রজাতি ছিল না বলে বিজ্ঞানীরা ভেবেছিলেন।

১০ ১৫
Mystery of Surtsey the volcanic island and the suspicious plant

কী ছিল সেই রহস্যময় ভিন্‌দেশি গাছের প্রজাতি, যা সদ্যোজাত সার্ৎসের মাটির বুকে মাথা তুলে দাঁড়াতে পেরেছিল?

১১ ১৫
Mystery of Surtsey the volcanic island and the suspicious plant

উদ্ভিদ পরিবেশবিদ অগস্ট বিয়র্নসন যখন এই দ্বীপে পা রাখেন তখনই ধরা পড়ে আসল রহস্য। তিনি শেষমেশ খুঁজে বার করেন কোন প্রজাতির গাছ বেড়ে উঠেছে আইসল্যান্ডের এই নতুন দ্বীপটিতে এবং কী ভাবে।

১২ ১৫
Mystery of Surtsey the volcanic island and the suspicious plant

তিনি গাছটির মাটির নীচে খুঁজে পান মানব পূরীষ!

১৩ ১৫
Mystery of Surtsey the volcanic island and the suspicious plant

উদ্ভিদ পরিবেশবিদ সিদ্ধান্তে আসেন, দ্বীপে আসা কোনও গবেষক অসাবধানে মলত্যাগ করার ফলেই জন্ম নিয়েছে গাছ। যে গাছটি নিয়ে এত হইচই, সেটি আদতে একটি টম্যাটো গাছ।

১৪ ১৫
Mystery of Surtsey the volcanic island and the suspicious plant

মলের মাধ্যমে টম্যাটো বীজ দ্বীপের মাটিতে পড়ে, সেই থেকে জন্ম নেয় গাছটি।

১৫ ১৫
Mystery of Surtsey the volcanic island and the suspicious plant

তবে বর্তমানে এখানে অসংখ্য গাছ ও ৩৩৫টির বেশি অমেরুদণ্ডী শ্রেণির প্রাণীর সমাবেশ রয়েছে। বিজ্ঞানীদের গবেষণার জন্যই মূলত বাইরের কারও প্রবেশ নিষেধ।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy