আইফোনের টাটকা মডেল আগেভাগে হাতে পেতে দোকানের বাইরে রাত জেগেছেন অনেকেই। কিন্তু, আইফোন উন্মাদনায় সকলকেই বোধহয় ছাপিয়ে গেলেন ইউক্রেনের এক যুবক। অ্যাপল আইফোনের নয়া মডেল (৭) ফ্রি-তে পেতে নিজের নাম বদলে হলেন ‘আইফোন সিম (সেভেন)’!
অবশ্য নাম বদলের এমন শর্ত রেখেছিল ইউক্রেনের এক ইলেকট্রনিক্স বিপণি। প্রথম পাঁচ জন ক্রেতাকে বিনামূল্যে আইফোন দেওয়ার কথা ঘোষণা করেছিল তারা। এমন সোনার সুযোগ হাতছাড়া করতে চাননি ইউক্রেনের ২০ বছরের আলেকজান্ডার তুরিন। যেমন ভাবা তেমন কাজ! রাতারাতি নাম বদলে ফেলেন তিনি। তা এত কষ্টের ফলও মিলেছে হাতেনাতে। গত শুক্রবার গ্যাঁটের কড়ি খরচ না করেই পেয়েছেন সেই মহার্ঘ আইফোনটি।
৮৫০ ডলারের আইফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকা। আর নামবদল করতে তুরিনের খরচ হয়েছে মাত্র ২ ডলার বা ১৫০ টাকা। তবে আইফোনের জন্য নামবদল করার সঙ্গে সঙ্গেই মনবদল হয়েছে তুরিনের। তিনি জানিয়েছেন, আর কিছু দিন পরেই ফিরে যাবেন পুরনো নামে। কেন? তুরিন জানিয়েছেন, আসলে ভবিষ্যতে নিজের সন্তানের কথা মাথায় রেখেই ফের পিতৃদত্ত নামে পরিচিত হতে চান তিনি।
তুরিনের এই কাণ্ডে অবশ্য এক্কেবারে চমকে গিয়েছেন তাঁর পরিবার ও বন্ধুবান্ধবরা। তবে শেষমেশ তাঁরা তুরিনের সমর্থনে মুখ খুলেছেন। তুরিনের বোন তেতিয়ানা পানিনা বলেন, “এটা যে সত্যিই হয়েছে তা ভাবতেই প্রথমে কষ্ট হচ্ছিল।” নামবদলের প্রশ্নে তেতিয়ানা বলেন, “দুনিয়ার সকলেই কোনও না কোনও ভাবে নিজেকে প্রকাশ করতে চায়। এ ভাবে হলই বা, তাতে ক্ষতি কী?”
আরও পড়ুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy