আইএস আতঙ্ক নির্মূল করতে এ বার সিরিয়ায় সামরিক অভিযান চালাবে গ্রেট ব্রিটেন? সিরিয়ায় আইএস-এর ঘাঁটিগুলি ধ্বংস করতে বিমানহানায় সায় দিতে প্রস্তাব এনেছে ব্রিটেনের ক্যাবিনেট। মঙ্গলবার ১২ পয়েন্টের এই প্রস্তাবটি ক্যাবিনেটে পেশ হয়। বুধবার থেকে তা নিয়ে ১০ ঘণ্টার দীর্ঘ বিতর্ক শুরু হবে।
এক ঘণ্টারও বেশি সময় ধরে সিরিয়া নিয়ে আলোচনা করেন প্রায় ২০ জন মন্ত্রী। সূত্রের খবর, আগামিকালও ক্যাবিনেটে সিরিয়া নিয়ে বিতর্ক হবে। এ দিন সভার শুরুতেই আইএস আক্রমণের প্রস্তাবের সমর্থনে হাউস অব কমন্সের সদস্যদের কাছে আবেদন জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আইএস-এর বিরুদ্ধে লড়াইতে সিরিয়ায় ‘বৃহত্তর রাজনৈতিক কৌশল’ অবলম্বন লক্ষ্যেই এগোতে হবে জানান তিনি।
পড়ুন: • সিরিয়ার বাইরেও আইএস দমনে সক্রিয় হোক রাশিয়া, ফ্রান্স, বললেন ওবামা
• আইএসের বিরুদ্ধে আরও জোরদার অভিযান, সর্বসম্মত রাষ্ট্রপুঞ্জ
এ দিন ক্যামেরন বলেন, “সিরিয়া ও ইরাকে আইএস-এর বিরুদ্ধে অভিযানের প্রয়োজনীয়তা নিয়ে এ দিন আলোচনা হয়েছে। রাজনৈতিক, কূটনৈতিক ও মানবিক দিকগুলি রক্ষা করে সিরিয়ায় শান্তি আনতে হবে। পাশাপাশি, আমাদের জাতীয় স্বার্থ বজায় রেখে এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy