এই গুবরে পোকাদেরই নাম রাখা হয়েছে সেই বিখ্যাত তিন ড্রাগনদের নামে।
‘গেম অফ থ্রোনস’, সারা বিশ্বজুড়ে এই টেলিভিশন সিরিজের কোটি কোটি ভক্ত অপেক্ষা করছেন এর অন্তিম পর্বের জন্য। কিন্তু তার মধ্যেই ‘গেম অব থ্রোনস’-এর এক ভক্ত অদ্ভুত উপায়ে এই সিরিজের প্রতি তাঁর ভালবাসা প্রদর্শন করলেন। ‘গেম অফ থ্রোনস-এর বিখ্যাত তিনটি ড্রাগনের নামে তিনি নাম রাখলেন সদ্য আবিষ্কৃত তিনটি গুবরে পোকার! এমনটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কাতে।
ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিঙ্কন-এর পতঙ্গবিদ ব্রেট র্যাটক্লিফ সদ্য আবিষ্কার করেছেন তিনটি বিটল বা গুবরে পোকা। সেই তিনটে গুবরে পোকার নাম তিনি রেখেছেন এইচবিও চ্যানেলের এই জনপ্রিয় সিরিজের বিখ্যাত তিনটি ড্রাগন ড্রোগন, রেহগাল এবং ভিসেরিয়ন-এর নামে।
কিন্তু শুধুমাত্র ‘গেম অফ থ্রোনস’ সিরিজের ভক্ত বলেই কি র্যাটক্লিফ এই তিনটি গুবরে পোকার নাম রাখলেন তার ড্রাগনদের নামে? র্যাটক্লিফ জানিয়েছেন যে, এই তিনটে গুবরে পোকার গায়ের কমলা রংয়ের ঝলকই র্যাটক্লিফকে আগুনের কথা মনে করিয়ে দিয়েছে। তাই তিনি ওই তিনটি গুবরে পোকার নাম ওই তিনটি ড্রাগনের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: তৃষ্ণার্ত কোয়ালাকে জল খাইয়ে নেটিজেনদের হৃদয় জিতলেন লাউরি
এ ছাড়াও এই টেলিভিশন সিরিজের জনপ্রিয়তাকে ব্যবহার করে জীববৈচিত্রের প্রচার করাও তাঁর একটি লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। র্যাটক্লিফ বলেছেন যে, এই ধরনের নাম ব্যবহার করলে তা স্বাভাবিক ভাবেই জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করবে। তাতে আরও নানা ধরনের প্রাণীদের সম্বন্ধে মানুষের জানার আগ্রহ বাড়বে বলেই মনে করেন তিনি। এখনও অবধি তাঁর কর্মজীবনে প্রায় দু'শোটির উপরে গুবরে পোকার প্রজাতি আবিষ্কার করেছেন র্যাটক্লিফ। বেশির ভাগ সময়ই তাদের এরকম অদ্ভুত নামও দিয়েছেন তিনি।
আরও পড়ুন: পাকিস্তানের জন্য অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করছে চিন!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy