রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখানোর ঘটনায় বুধবার রিপোর্ট চেয়ে পাঠালেন ধনখড়।
রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখানোর ঘটনায় বুধবার রিপোর্ট চেয়ে পাঠালেন তিনি। বেআইনি ওই কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ করেছে, তার রিপোর্ট বিকেল ৫টার মধ্যে পুলিশ কমিশনারকে জমা দিতে বলেছেন ধনখড়। একই সঙ্গে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন রেখেছেন, রাজ্যের পুলিশের এই নিষ্ক্রিয়তার কারণ কী?বুধবার ধারাবাহিক ৩টি টুইটে এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন রাজ্যপাল। সোমবার নিজাম প্যালেসে রাজ্যের ৪ হেভিওয়েট নেতাকে গ্রেফতার ঘটনায় রাজভবনের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল সমর্থকরা। পরে মঙ্গলবার ওই একই জায়গায় ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখান এক ব্যক্তি। ২টি ঘটনারই ভিডিয়ো শেয়ার করে টুইটারে ধনখড় লিখেছেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা বিক্ষোভকারীদের সরানোর কোনও ব্যবস্থা নেয়নি। বরং নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
State of law and order @MamataOfficial even at the main entry gate of Raj Bhawan worrisome with stance police @KolkataPolice leaving all to be desired.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 19, 2021
And all this when the area is subject to 144 CrPC prohibitory orders.
Constrained to seek an update on it. pic.twitter.com/HIiD7bTf67
And on this stance @KolkataPolice (laughable one) is that the man was keen to have photo with Raj Bhawan background. No action whatsoever taken. pic.twitter.com/95mmLGghSC
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 19, 2021
And on this stance @KolkataPolice (laughable one) is that the man was keen to have photo with Raj Bhawan background. No action whatsoever taken. pic.twitter.com/95mmLGghSC
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 19, 2021
ওই টুইটে মমতাকে উদ্ধৃত করে রাজ্যপাল লিখেছেন, ‘রাজভবনের মূল প্রবেশ দ্বারের সামনে যে আইন শৃঙ্খলার অবনতি দেখা যাচ্ছে, তা উদ্বেগজনক। এ ব্যাপারে কলকাতা পুলিশের নিষ্ক্রিয় ভূমিকাও চোখে পড়ার মতো। বিশেষ করে রাজভবন চত্বরে, যেখানে ১৪৪ ধারা জারি রয়েছে, সেখানে এমন ঘটনা ঘটতে দেখে রিপোর্ট তলব করতে বাধ্য হলাম’।
এ ব্যাপারে অভিযোগ জানিয়ে লেখা চিঠিটিও টুইট করেছেন ধনখড়। চিঠিতে পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল জানিয়েছেন, ‘এলাকায় পুলিশের উপস্থিতি সত্ত্বেও রাজ্যের প্রধানের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ফোন করতে হয়েছে কলকাতা পুলিশ কমিশনারকে। অথচ তার পরও বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি কলকাতা পুলিশ কমিশনারের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy