জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃত্যু এক বাঙালি পর্যটকের। মৃতের নাম বিতান অধিকারী। কলকাতার পাটুলির বাসিন্দা ওই যুবক স্ত্রী এবং বছর তিনেকের সন্তানকে সঙ্গে নিয়ে গত ১৬ এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর। আগামী ২৪ এপ্রিল তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু মঙ্গলবার জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে বিতানের। তাঁর স্ত্রী-পুত্রকে কলকাতায় ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে মৃতের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা।
মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গিহানায় অন্তত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃত পর্যটকদের মধ্যে বিভিন্ন রাজ্যের বাসিন্দা যেমন রয়েছেন, তেমনই আছেন বিদেশিরাও। এখনও পর্যন্ত বাংলার এক পর্যটকের মৃত্যুর খবর মিলেছে।
জানা যাচ্ছে, বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিলেন জম্মু-কাশ্মীরে। আগামী বৃহস্পতিবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় বিতানের মৃত্যুসংবাদ পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে অধিকারী পরিবারের। বিতানের পরিবার সূত্রে খবর, মঙ্গলবার দুপুরেও ছেলে-বৌমার সঙ্গে কথা হয়েছে তাদের। সকলে আনন্দে ছুটি কাটাচ্ছিল। সন্ধ্যায় খবর আসে জঙ্গির গুলিতে মারা গিয়েছেন বিতান!
আরও পড়ুন:
এই মৃত্যুসংবাদ পেয়ে বিতানদের কলকাতার বাড়িতে যান মন্ত্রী অরূপ। তিনি জানান, মুখ্যমন্ত্রী নিজে খোঁজখবর করছেন। ইতিমধ্যে প্রতিনিধিদের পাঠানো হয়েছে জম্মু-কাশ্মীরে। মৃতের স্ত্রী-সন্তানকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। দেহ-ও তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
রাতে মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, জম্মু-কাশ্মীরে পর্যটকের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলির প্রতি আমার গভীর সহমর্মিতা রইল। নিহতদের মধ্যে একজন বিতান অধিকারী এই বাংলারই বাসিন্দা। আমি তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। যদিও এই শোকের মুহূর্তে তাঁকে সান্ত্বনা দেওয়ার মতো কোনও শব্দই যথেষ্ট নয়। আমি তাঁকে আশ্বস্ত করেছি যে, আমার সরকার তাঁর স্বামীর দেহ কলকাতার বাড়িতে ফিরিয়ে আনার জন্য সমস্ত পদক্ষেপ করছে।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
‘চার-পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল’, ভারত-পাকিস্তান সংঘর্ষের ক্ষয়ক্ষতি নিয়ে এ বার নতুন দাবি করলেন ট্রাম্প
-
ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগের পরিকল্পনা ছিল কি? সংঘর্ষবিরতির ৬৩ দিন পরে কী উত্তর দিলেন পাক প্রধানমন্ত্রী
-
পাকিস্তানকে চাপে ফেলতে সিন্ধুর উপনদে বাঁধ নির্মাণের উদ্যোগ, বিশ্বব্যাঙ্কের ঋণ চাইল ভারত
-
‘ভয়ঙ্কর পরিস্থিতি’! ভারতের ব্রহ্মস হানা নিয়ে নিজেদের শঙ্কার কথা প্রকাশ করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা
-
পহেলগাঁও কাণ্ডের পরে ‘কোপ’ পড়েছিল, সেই সব পাকিস্তানি ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামের উপর থেকে সরছে নিষেধাজ্ঞা