Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪

এলাকায় বোমা ফুটলে অঞ্চল সভাপতিদের জেলে যেতে হবে: অনুব্রত

ইলামবাজারের সভা থেকে ‘‘এলাকায় বোমা ফুটলে অঞ্চল সভাপতিদের জেলে যেতে হবে’’ বলে দলীয় কর্মীদের হুঁশিয়ারিও দিলেন।

অনুব্রত মণ্ডল। —ফাইল চিত্র।

অনুব্রত মণ্ডল। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ইলামবাজার ও দুবরাজপুর  শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০১:১৭
Share: Save:

‘‘কাজ করে দিচ্ছি। ভোট কিন্তু আমার চাই। আমি যেমন দেব, তেমন নেব’’—দুবরাজপুরের কর্মী সম্মেলন থেকে রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। আর ইলামবাজারের সভা থেকে ‘‘এলাকায় বোমা ফুটলে অঞ্চল সভাপতিদের জেলে যেতে হবে’’ বলে দলীয় কর্মীদের হুঁশিয়ারিও দিলেন।

মঙ্গলবার বিকেলে দুবরাজপুর ব্লক ও শহরের তৃণমূল কর্মীদের নিয়ে বুথভিত্তিক কর্মী সম্মেলন ছিল শহরের পুরক্রীড়া ময়দানে। সেই কর্মী সম্মেলন থেকে অনুব্রতর স্পষ্ট বার্তা, ‘‘এক দিকে যেমন উন্নয়ন মূলক নানা কাজ এলাকায় করানো হবে, তেমনই তার প্রতিদান হিসেবে এলাকার মানুষের ভোট চাই-ই। নইলে পদ থেকে সরে যেতে হবে।’’

লোকসভা ভোটের আগে সংগঠন মজবুত করাই মূল লক্ষ্য শাসক দলের। ব্লকে ব্লকে জনসভা করেছে তৃণমূল। এখন চলছে বুথভিত্তিক কর্মী সম্মেলন। দলের নীচুতলার কর্মীদের সঙ্গে মুখোমুখি কথা বলে খামতি দূর করাই যার উদ্দেশ্য। মঙ্গলবার বিকেলে দুবরাজপুরের কর্মী সম্মেলনে অনুব্রত ছাড়াও মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সহ সভাপতি অভিজিৎ সিংহরা উপস্থিত ছিলেন। অন্য কর্মিসভার মতো এ দিনও প্রতিটি অঞ্চল ধরে ধরে কর্মীদের ‘ক্লাস’ নিচ্ছিলেন অনুব্রত। জেনে নিচ্ছিলেন খামতি কোথায়। কী ভাবে সেই খামতি ঢাকতে হবে, সেই নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বেঁধে দিচ্ছিলেন লোকসভা নির্বাচনে অঞ্চলভিত্তিক লিড কী হবে তার লক্ষ্যমাত্রাও। দুবরাজপুর শহরের ১৩ থেকে ১৫ হাজার ভোটের লিড পেতে হবে লক্ষ্য বেঁধে দেন।

ইলামবাজারের কর্মী সম্মেলনে অঞ্চল সভাপতিদের ডেকে ডেকে জিজ্ঞাসা করতে থাকেন কোন অঞ্চল, দল কী অবস্থায় রয়েছে। কোন অঞ্চলে কত ভোটে হেরে রয়েছে দল, কোন অঞ্চল থেকে কত ভোটে লিড আসবে, সমস্ত কিছু অঞ্চল সভাপতিদের কাছে জানতে চান অনুব্রত। ধরমপুরের অঞ্চল সভাপতি শেখ নাজিরকে প্রশ্ন করতে করতে বলতে থাকেন, ‘‘ইলামবাজারে কোনও ঝামেলা হবে না তো? আর বোম ফুটবে না তো? বোম ফুটলে তোমাদের ধরবো কিন্তু। যে অঞ্চলে বোম ফাটবে সেই অঞ্চল সভাপতিকে জেলে ভরে দেব।’’

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইলামবাজারের ধরমপুর অঞ্চলের পানিকুনি গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্য মিনু মোল্লার বাড়ি বিস্ফোরণে কেঁপে উঠেছিল। বিস্ফোরণের তীব্রতায় টিনের চাল উড়ে গিয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, দীর্ঘ দিন তারা বাড়ির মধ্যে বোমা মজুত করে রাখতেন তার জেরেই ঘটেছিল বিস্ফোরণ। যদিও বিস্ফোরণে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সেই প্রেক্ষিতেই ইলামবাজারে কর্মী সম্মেলন থেকে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলেন বলে তৃণমূল সূত্রের মত। সভাতেই ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর রহমানকে জিজ্ঞেস করেন লোকসভায় লিড কত হবে? ব্লক সভাপতি ফজলুর রহমান বলেন, ‘‘৫০ হাজারের লিড দিতে পারব।’’ অনুব্রত তা শুনে বলেন, ‘‘এই লিড ডবল করে দিতে পারলে আরও দু’বছর ব্লক সভাপতি পদ বাড়াব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anubrata Mondal TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE