নিম্ন আদালত থেকে হাইকোর্ট, দীর্ঘ টানাপড়েন আপাতত শেষ। আগামী সোমবার রাজ্যের ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্রের জামিনের আবেদনের শুনানি হবে নগর দায়রা আদালতে।
সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির মামলায় ২০১৪ সালের ১২ ডিসেম্বর মদনবাবুকে গ্রেফতার করেছিল সিবিআই। এখন তিনি জেল-হাজতে রয়েছেন। ওই মামলায় প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদার, ব্যবসায়ী সৃঞ্জয় বসু, ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্মকর্তা দেবব্রত (নিতু) সরকার-সহ অনেক অভিযুক্ত জামিন পেলেও মন্ত্রীর জামিনের আর্জির শুনানিই হয়নি। নিম্ন আদালতের পরে হাইকোর্টেও আবেদন করেছিলেন মদনবাবু। কিন্তু হাইকোর্টের একাধিক বিচারপতি ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই মামলা থেকে সরে দাঁড়ান। মন্ত্রীর জামিন চেযে তখন আবার নিম্ন আদালতে আবেদন জানানো হয়।
কিন্তু ৮ মে হাইকোর্টে মামলা করে সিবিআই জানায়, আলিপুর জেলা আদালতে তাদের আস্থা নেই। সিবিআইয়ের বক্তব্য, আলিপুর জেলা আদালতে যে মদনবাবুর জামিনের আবেদন করা হয়েছে, তদন্তকারীদের তা জানানো হয়নি। মদনবাবুর চিকিৎসার নথিপত্র জমা দেওয়ার জন্য আলিপুর জেলা আদালত গত ২৭ এপ্রিল এসএসকেএম হাসপাতালের সুপারকে যে-নির্দেশ দেয়, তা-ও তাদের জানানো হয়নি বলে অভিযোগ সিবিআইয়ের। এই সব যুক্তি দেখিয়ে জেলা আদালতের ‘নিরপেক্ষতা’ নিয়ে হাইকোর্টে প্রশ্ন তুলেছিল সিবিআই।
গত শুক্রবার হাইকোর্টের বিচারপতি রঞ্জিতকুমার বাগ নির্দেশ দেন, মামলাটি আলিপুর জেলা আদালত থেকে সরিয়ে কলকাতা নগর দায়রা আদালতে মুখ্য বিচারকের ঘরে পাঠাতে হবে। বুধবার নগর দায়রা আদালতে যোগাযোগ করেন মদনবাবুর কৌঁসুলিরা। মদনবাবুর আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় জানান, সোমবার জামিনের শুনানি হবে বলে মুখ্য বিচারকের কার্যালয় থেকে তাঁদের জানানো হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy