Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Bollywood Movies

পুজোর পর মন খারাপ, বাড়িতে বসে একঘেয়ে লাগছে? সেরা ৫ ছবিই ফিরিয়ে আনবে ছুটির আমেজ

এই মুহূর্তে জগদ্ধাত্রী পুজো দোরগোড়ায় এলেও উৎসবের রং খানিক ফিকে তো হয়েই গিয়েছে। ছুটির শেষে বলিউডের এই ৫টি ছবি আপনার মন খারাপ ভাল করে দিতে বাধ্য।

আনন্দ উৎসব ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ০০:০৫
Share: Save:
০১ ০৬
উৎসবের মরসুম আর ছুটির দিন– দুয়ের যুগলবন্দি আমোদপ্রিয় বাঙালিদের বরাবরই প্রিয়। কিন্তু এই মুহূর্তে জগদ্ধাত্রী পুজো দোরগোড়ায় এলেও উৎসবের রং খানিক ফিকে তো হয়েই গিয়েছে। ছুটির শেষে বলিউডের এই ৫টি ছবি আপনার মন খারাপ ভাল করে দিতে বাধ্য।

উৎসবের মরসুম আর ছুটির দিন– দুয়ের যুগলবন্দি আমোদপ্রিয় বাঙালিদের বরাবরই প্রিয়। কিন্তু এই মুহূর্তে জগদ্ধাত্রী পুজো দোরগোড়ায় এলেও উৎসবের রং খানিক ফিকে তো হয়েই গিয়েছে। ছুটির শেষে বলিউডের এই ৫টি ছবি আপনার মন খারাপ ভাল করে দিতে বাধ্য।

০২ ০৬
জিন্দেগি না মিলেগি দোবারা (২০১১)- কবীর, অর্জুন এবং ইমরানের মতো একটা বন্ধুদের ট্রিপের পরিকল্পনা কে না করেছে! সেই বন্ধুদের সঙ্গে রোডট্রিপ বাস্তবায়িত না হলেও ছবি তো উপভোগ করাই যায়!

জিন্দেগি না মিলেগি দোবারা (২০১১)- কবীর, অর্জুন এবং ইমরানের মতো একটা বন্ধুদের ট্রিপের পরিকল্পনা কে না করেছে! সেই বন্ধুদের সঙ্গে রোডট্রিপ বাস্তবায়িত না হলেও ছবি তো উপভোগ করাই যায়!

০৩ ০৬
থ্রি ইডিয়টস্‌ (২০০৯)- রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি প্রতি বারই যেন কোনও না কোনও শিক্ষা দিয়ে যায়। বিশেষত কলেজ পেরিয়ে আসা ছাত্রছাত্রীদের কাছে এই ছবির গান যেন নস্টালজিয়া। ছুটির দিনে এই ছবির সঙ্গে পুরনো বন্ধুদের স্মৃতিতে ডুব দেওয়া যাক?

থ্রি ইডিয়টস্‌ (২০০৯)- রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি প্রতি বারই যেন কোনও না কোনও শিক্ষা দিয়ে যায়। বিশেষত কলেজ পেরিয়ে আসা ছাত্রছাত্রীদের কাছে এই ছবির গান যেন নস্টালজিয়া। ছুটির দিনে এই ছবির সঙ্গে পুরনো বন্ধুদের স্মৃতিতে ডুব দেওয়া যাক?

০৪ ০৬
তামাশা (২০১৫)- কর্সিকা দ্বীপে দুই অচেনা মানুষ, বেদ এবং তারার হাত ধরেই শুরু হয় ছবির গল্প। ছবিটি দেখতে দেখতে কখনও আপনি হাসবেন, কখনও কাঁদবেন। কিন্তু সব শেষে গিয়ে একটি দারুণ বার্তা দিয়ে যাবে ছবিটি। কী বার্তা জানেন? ছবিটি দেখুন, নিজেই বুঝতে পারবেন।

তামাশা (২০১৫)- কর্সিকা দ্বীপে দুই অচেনা মানুষ, বেদ এবং তারার হাত ধরেই শুরু হয় ছবির গল্প। ছবিটি দেখতে দেখতে কখনও আপনি হাসবেন, কখনও কাঁদবেন। কিন্তু সব শেষে গিয়ে একটি দারুণ বার্তা দিয়ে যাবে ছবিটি। কী বার্তা জানেন? ছবিটি দেখুন, নিজেই বুঝতে পারবেন।

০৫ ০৬
লাপতা লেডিজ (২০২৪)- বছর শেষ হতে আর বেশি সময় নেই। তবে চলতি বছর মুক্তিপ্রাপ্ত এই ছবি হয়তো দর্শকদের মনে থেকে যাবে সারা জীবন। দুই নারী এবং তাঁদের ভিন্ন দুই জীবনকে ঘিরে যে গল্প সাজিয়েছিলেন পরিচালক কিরণ রাও, তা যথেষ্ট প্রশংসনীয়। সময় করে ছবিটি দেখে ফেলুন।

লাপতা লেডিজ (২০২৪)- বছর শেষ হতে আর বেশি সময় নেই। তবে চলতি বছর মুক্তিপ্রাপ্ত এই ছবি হয়তো দর্শকদের মনে থেকে যাবে সারা জীবন। দুই নারী এবং তাঁদের ভিন্ন দুই জীবনকে ঘিরে যে গল্প সাজিয়েছিলেন পরিচালক কিরণ রাও, তা যথেষ্ট প্রশংসনীয়। সময় করে ছবিটি দেখে ফেলুন।

০৬ ০৬
যব উই মেট (২০০৭)- মুক্তির প্রায় ১৭ বছর পেরিয়েও দর্শক মহলে একই ভাবে জনপ্রিয় এই ছবি। বিশেষ করে শাহিদ কপূর এবং করিনা কপূরের জুটিকে ফের বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। যদিও তা সত্যিই হবে কি না, এর উত্তর অধরা। তবে ছবিটি কিন্তু সহজেই দেখতে পাবেন জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

যব উই মেট (২০০৭)- মুক্তির প্রায় ১৭ বছর পেরিয়েও দর্শক মহলে একই ভাবে জনপ্রিয় এই ছবি। বিশেষ করে শাহিদ কপূর এবং করিনা কপূরের জুটিকে ফের বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। যদিও তা সত্যিই হবে কি না, এর উত্তর অধরা। তবে ছবিটি কিন্তু সহজেই দেখতে পাবেন জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE