Advertisement
০৮ নভেম্বর ২০২৪
High Court Pension

হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির পেনশন মাত্র ১৫ হাজার টাকা? শুনে স্তম্ভিত সুপ্রিম কোর্ট

বৃহস্পতিবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ জানায়, যদি হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা ৬ হাজার থেকে ১৫ হাজার টাকা পেনশন পান, তা সত্যিই বেদনাদায়ক।

ইলাহাবাদ হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির পেনশন সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে।

ইলাহাবাদ হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির পেনশন সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ০১:২১
Share: Save:

হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের পেনশনের অঙ্ক শুনে স্তম্ভিত সুপ্রিম কোর্ট। বেশ কয়েক জন অবসরপ্রাপ্ত বিচারপতির পেনশন ৬ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বৃহস্পতিবার এক মামলার শুনানিতে এ কথা জেনে বিস্মিত হয়েছে শীর্ষ আদালতের বিচারপতি বিআর গভাই, বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ।

মামলাটি করেছিলেন ইলাহাবাদ হাই কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি। ১৩ বছর ধরে তিনি জেলা আদালতের বিচার বিভাগীয় আধিকারিক ছিলেন। পরে ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি হন। বর্তমানে অবসরপ্রাপ্ত। তিনি এখন মাসে ১৫ হাজার টাকা করে পেনশন পান। অভিযোগ, পেনশনের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর বিচারপতি হিসাবে কার্যকালকে গণ্য করছে না।

বৃহস্পতিবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ জানায়, যদি হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা ৬ হাজার থেকে ১৫ হাজার টাকা পেনশন পান, তা সত্যিই বেদনাদায়ক। এটি কী ভাবে হল, তা নিয়েও প্রশ্ন শীর্ষ আদালতের। যদিও বিচারপতি গভাই জানান, অবসরের পর বিচারপতিদের সুযোগ সুবিধা বিভিন্ন হাই কোর্টের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। আগামী ১৭ নভেম্বর এই মামলাটির পরবর্তী শুনানি রয়েছে।

প্রসঙ্গত, এর আগে মার্চ মাসেও এই ধরনের একটি মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। ওই মামলাতেও সুপ্রিম কোর্ট জানিয়েছিল, হাই কোর্টের বিচারপতিদের পেনশনের ক্ষেত্রে কোনও বৈষম্য রাখা যায় না। জেলা স্তরের বিচারব্যবস্থা থেকেও যিনি বিচারপতির পদে এসেছেন, তাঁর ক্ষেত্রেও পেনশনের সুযোগ সুবিধা সর্বশেষ বেতনের হিসাবে হওয়া উচিত বলে জানিয়েছিল শীর্ষ আদালত।

অন্য বিষয়গুলি:

Supreme Court of India Pension Allahabad court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE