Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বিক্ষোভের মুখে সোনালি

নিজের বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের প্রচারে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন ডেপুটি স্পিকার সোনালি গুহ। রবিবার সকালে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের ন’হাজারি পঞ্চায়েত এলাকায় একটি গ্রামসভার উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন সোনালিদেবী।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৯
Share: Save:

নিজের বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের প্রচারে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন ডেপুটি স্পিকার সোনালি গুহ। রবিবার সকালে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের ন’হাজারি পঞ্চায়েত এলাকায় একটি গ্রামসভার উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন সোনালিদেবী। প্রচার চলাকালীন বাসিন্দারা রাস্তা সংস্কার ও নানা পরিষেবার দাবিতে বিধায়ক তথা ডেপুটি স্পিকারের কাছে স্মারকলিপি দেন। তার পরেই বিক্ষোভ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, বিধায়ক কখনও নিজের বিধানসভা এলাকায় আসেন না। ফোন করেও জবাব মেলে না। তবে স্বারকলিপি পেয়ে ডেপুটি স্পিকার রাস্তা সংস্কার ও পরিষেবার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। সোনালিদেবীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। প্রথমে এক পুরুষকন্ঠে জানানো হয়, ‘‘দিদি ব্যস্ত।’’ পরে মোবাইল বন্ধ হয়ে যায়।

অন্য বিষয়গুলি:

satgachia sonali guha protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE