নিজের বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের প্রচারে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন ডেপুটি স্পিকার সোনালি গুহ। রবিবার সকালে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের ন’হাজারি পঞ্চায়েত এলাকায় একটি গ্রামসভার উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন সোনালিদেবী। প্রচার চলাকালীন বাসিন্দারা রাস্তা সংস্কার ও নানা পরিষেবার দাবিতে বিধায়ক তথা ডেপুটি স্পিকারের কাছে স্মারকলিপি দেন। তার পরেই বিক্ষোভ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, বিধায়ক কখনও নিজের বিধানসভা এলাকায় আসেন না। ফোন করেও জবাব মেলে না। তবে স্বারকলিপি পেয়ে ডেপুটি স্পিকার রাস্তা সংস্কার ও পরিষেবার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। সোনালিদেবীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। প্রথমে এক পুরুষকন্ঠে জানানো হয়, ‘‘দিদি ব্যস্ত।’’ পরে মোবাইল বন্ধ হয়ে যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy