Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বিবেকানন্দ রোড উড়ালপুল-কাণ্ডে চার্জশিট জমা দিল পুলিশ

বিবেকানন্দ রোড উড়ালপুল ভেঙে পড়ার মামলায় ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। আগামিকাল বুধবার ঘটনার ৯০ দিন পূর্ণ হবে। তার আগেই কেএমডি-এর নাম ছাড়া এ দিন চার্জশিট জমা দিল পুলিশ। পরে অবশ্য কেএমডিএ-র দুই কর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ১৭:৪০
Share: Save:

বিবেকানন্দ রোড উড়ালপুল ভেঙে পড়ার মামলায় ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। আগামিকাল বুধবার ঘটনার ৯০ দিন পূর্ণ হবে। তার আগেই কেএমডি-এর নাম ছাড়া এ দিন চার্জশিট জমা দিল পুলিশ।পরে অবশ্য কেএমডিএ-র দুই কর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই চার্জশিটে উড়ালপুলের নির্মাতা সংস্থা আইভিআরসিএল-এর অভিযুক্ত কর্তাদের নাম রয়েছে। লালবাজার সূত্রের খবর, চার্জশিটে ওই সংস্থার ব্যর্থতা এবং গাফিলতির কথাই বলা হচ্ছে। উড়ালপুল তৈরিতে ব্যবহৃত ইস্পাত যে নিম্ন মানের ছিল, তা ব্যবহারের আগেই পরীক্ষায় ধরা পড়েছিল। তা সত্ত্বেও সেই ইস্পাত দিয়েই তৈরি হয়েছিল উড়ালপুলের ৪০ নম্বর স্তম্ভ। ওই ইস্পাতের মান পরীক্ষার রিপোর্ট দেখেও আইভিআরসিএল এবং কেএমডিএ কোনও ব্যবস্থা না নেওয়ায় তাদের নজরদারির অভাব স্পষ্ট ছিল বলে দাবি তদন্তকারীদের। তবে এ দিনের চার্জশিটে কেএমডি-এর নাম রাখা হয়নি। রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক সার্ভিস (রাইটস) এবং হায়দরাবাদের ন্যাশনাল টেস্ট হাউসের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্তকারীদের আশা, কিছু দিনেই ওই দুই সংস্থার রিপোর্ট পেয়ে যাবেন তাঁরা। তা ছাড়া, চার্জশিটে এই ঘটনাকে খুন নয়, অনিচ্ছাকৃত খুন বলে দেখানো হয়েছে।

আরও পড়ুন: ফের দুর্ঘটনা পরমা উড়ালপুলে, মৃত গাড়ির চালক

গত ৩১ মার্চ বিবেকানন্দ উড়ালপুল ভেঙে ২৬ জনের মৃত্যু হয়। পুলিশের তদন্তকারী দল নির্মাণকারী সংস্থার (আইভিআরসিএল) চার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে। পরে গ্রেফতার হন ওই সংস্থার আরও ছ’জন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE