কী ভাবে উধাও হয়ে যাচ্ছে বাঘ? উঠছে প্রশ্ন। প্রতিনিধিত্বমূলক ছবি।
রাজস্থানের সাওয়াই মাধোপুরের রণথম্ভোর জাতীয় উদ্যান থেকে একের পর বাঘ নিখোঁজের খবর প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে। একই সঙ্গে এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে বন দফতরের। বাঘদের নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তে ইতিমধ্যেই তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রণথম্ভোর জাতীয় উদ্যানে ৭৫টি বাঘ এবং বাঘিনি রয়েছে। বন দফতরের এক সূত্রের দাবি, গত এক বছরে ৭৫টির মধ্যে ২৫টি বাঘ নিখোঁজ হয়ে গিয়েছে। তার মধ্যে ১১টি বাঘের গতিবিধির উপর নজর রাখা যায়নি। আর ১৪টি বাঘ কী ভাবে উধাও হয়ে গেল, সে সম্পর্কে বন দফতরের কাছে কোনও খবরই ছিল না বলে ওই সূত্রের দাবি।
সূত্রের খবর, সম্প্রতি বাঘ নজরদারির একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। গত ১৪ অক্টোবর প্রকাশিত সেই রিপোর্টে দাবি করা হয়েছে, ১১টি বাঘ কোথায়, তার কোনও পোক্ত প্রমাণ মেলেনি। আরও ১৪টি বাঘের উপস্থিতি সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। রাজস্থানের মুখ্য বনসংরক্ষক পবনকুমার উপাধ্যায় এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। সেই কমিটি দু’মাসের মধ্যে বাঘেদের নিখোঁজ হওয়া সংক্রান্ত রিপোর্ট পেশ করবে।
যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে, সেখানে রাখা হয়েছে মুখ্য বনসংরক্ষক, বন সংরক্ষক এবং ডেপুটি বনসংরক্ষককে। কী ভাবে বাঘগুলি নিখোঁজ হয়ে গেল, এক বছরের মধ্যে এতগুলি বাঘ উধাও হয়ে যাওয়ার কারণ কী, বাঘের গতিবিধিতে ঠিক মতো নজরদারি চালানো হয়েছিল কি না— এ সব নিয়েই তদন্ত চালাবে ওই কমিটি। পাশাপাশি, এই ঘটনায় কোনও আধিকারিক বা কর্মীর গাফিলতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে বন দফতর সূত্রে খবর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy