Advertisement
০৫ নভেম্বর ২০২৪

সতর্ক করলেন পার্থ

তৃণমূলের কোনও সদস্য বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলে শনিবার ফের সকলকে সতর্ক করে দিলেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৬ ০১:০২
Share: Save:

তৃণমূলের কোনও সদস্য বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলে শনিবার ফের সকলকে সতর্ক করে দিলেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তোলাবাজির অভিযোগে গত মঙ্গলবার গ্রেফতার হন বিধাননগর পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। দু’দিন পরে তার দুই শাগরেদও গ্রেফতার হয়। অনিন্দ্যের বিরুদ্ধে দল কি কোনও ব্যবস্থা নেবে? এ দিন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে পার্থবাবু বলেন, ‘‘আইন আইনের পথেই চলবে। দলের কোনও সদস্যই কোনও বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।’’ এ দিনই সন্ধ্যায় সল্টলেকের সাত নম্বর ট্যাঙ্ক থেকে বিডি মার্কেট পর্যন্ত মিছিল করে সিপিএম ও কংগ্রেস। তাঁদের অভিযোগ, ‘‘অনিন্দ্য একটা উদাহরণ মাত্র, প্রতিটি ওয়ার্ডে এমনই চলছে।’’

অন্য বিষয়গুলি:

Illegal activities Partha chatterjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE