Advertisement
০৫ নভেম্বর ২০২৪

উদ্ধার অপহৃত, গ্রেফতার মা-মেয়ে

অন্য দিকে চারু মার্কেট এলাকায় শত্রুঘ্ন সাউ নামে এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় অপহৃতের মোবাইলটি উদ্ধার হলেও তদন্তে কার্যত অন্ধকারে পুলিশ। পেশায় গাড়িচালক শত্রুঘ্ন ৪ তারিখ থেকে নিখোঁজ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৭ ০০:৫৫
Share: Save:

এক সপ্তাহের মধ্যে শহরের দু’প্রান্তে দু’টি অপহরণ। একটি ঘটনায় অপহৃতকে উদ্ধার করে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হলেও অন্য ঘটনায় এখনও উদ্ধার করা যায়নি অপহৃতকে।

লালবাজার সূত্রে খবর, উদ্ধার হওয়া অপহৃতের নাম শুভাশিস দত্ত। বাড়ি উল্টোডাঙা মেন রোডে। বৃহস্পতিবার তাঁকে ফরাক্কা থেকে উদ্ধার করা হয়। অপহরণকারী মা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সোমা চৌধুরী ও মিনতি চৌধুরী। পুলিশের দাবি, ধৃতেরা অপহৃতের পূর্ব পরিচিত। ধৃতদের জেরায় পুলিশ জেনেছে, শুভাশিস চাকরি পাইয়ে দেওয়ার নামে ক’বছর আগে ওই দু’জনের থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু চাকরি দিতে পারেননি। পুলিশের দাবি, টাকা না পেয়ে সোমা ও মিনতি পরিকল্পনা করে শুভাশিসকে অপহরণ করে নিয়ে যায় ফরাক্কায়। সেখানেই আটকে রেখে পরিবারের কাছে টাকা দাবি করে।

অন্য দিকে চারু মার্কেট এলাকায় শত্রুঘ্ন সাউ নামে এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় অপহৃতের মোবাইলটি উদ্ধার হলেও তদন্তে কার্যত অন্ধকারে পুলিশ। পেশায় গাড়িচালক শত্রুঘ্ন ৪ তারিখ থেকে নিখোঁজ। তবে পুলিশের দাবি, বৃহস্পতিবার তাঁর পরিবার কড়েয়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে। পুলিশ জনিয়েছে, দিলখুশ স্ট্রিটে একটি গ্যারেেজ গাড়ি রেখে বাড়ি ফেরার কথা ছিল শত্রুঘ্নের। তিনি না ফেরায় প্রথমে নিখোঁজ এবং পরে অপহরণের মামলা দায়ের হয়। তদন্তে পুলিশ জেনেছে, শত্রুঘ্ন এক বন্ধুকে জানিয়েছিলেন গাড়ি রেখে গড়িয়াহাট যাবেন। তার পর থেকেই নিখোঁজ তিনি। কিছু দিন পরে তাঁর মোবাইলটি অন দেখে পুলিশ ফোন করলে এক যুবক জানান গড়িয়াহাটে তিনি ফোনটি পেয়েছেন। পরে সেটি থানায় জমাও দেন। লালবাজারের এক কর্তা জানান, নিখোঁজ হওয়ার দিন এক মহিলা শত্রুঘ্নকে গাড়ি রাখতে দেখেছিলেন। ওই চালকের পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্য বিষয়গুলি:

Kidnap Rescue Kidnapper লালবাজার
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE