ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বন্ধ রাখা হয়েছিল বঙ্কিম সেতু। তার উপরে নিম্নচাপের জেরে মুষলধারে বৃষ্টি। এই দুইয়ে মিলে দিনভর নাজেহাল হল হাওড়া ও কলকাতা। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হল বালির কিছু এলাকাও।
মেট্রোর কাজের জন্য শনিবার সকাল থেকে বঙ্কিম সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ। সমস্ত কলকাতামুখী যানবাহন ঘুরিয়ে দেওয়া হয় জিটি রোড দিয়ে বাঙালবাবু সেতুতে। যার ফলে সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র হাওড়া ময়দান এলাকায় তীব্র যানজটের কবলে পড়ে। অন্য দিকে কলকাতা থেকে হাওড়ামুখী যানবাহনকে হাওড়া স্টেশনের পাশের রাস্তা গ্র্যান্ড ফোরশোর রোডে নিয়ে যেতে গিয়েও যানজট তৈরি হয়।
পুলিশ জানায়, হাওড়া স্টেশনের দিকে ভূগর্ভে মেট্রোর টানেল করার সময় নিরাপত্তার জন্য সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। সোমবার পর্যন্ত চলবে এই কাজ।
এ দিকে, বেলা প্রায় পৌনে ১২টা থেকে নামা কয়েক ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে হাওড়া পুরসভার ৬৬টির মধ্যে অন্তত ২৪টি ওয়ার্ডে জল জমে যায়। কিছু এলাকায় মানুষ গৃহবন্দি হয়ে পড়েন। জল বের করতে ৪১টি অতিরিক্ত পাম্প চালানো হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy