গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারের পর সমালোচনার মুখে ভারতীয় দল। সফরকারী দল নাস্তানাবুদ করে দেয় রোহিত শর্মাদের। সেই ফল কোচ গৌতম গম্ভীরকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাঁর নেওয়া সিদ্ধান্ত নিয়েও বোর্ড প্রশ্ন তুলতে পারে।
রাহুল দ্রাবিড় কোচ থাকার সময় ঘরের মাঠে ঘূর্ণি পিচ বানানো বন্ধ করে দিয়েছিল ভারত। কিন্তু পুণে এবং মুম্বইয়ে গম্ভীর ঘূর্ণি পিচ বানানোর নির্দেশ দেন। সূত্রের খবর, গম্ভীরের সেই সিদ্ধান্ত দলের অনেকেই মানতে পারেননি। বোর্ডের অনেক কর্তাই সেই সিদ্ধান্ত শুনে চমকে গিয়েছিলেন। তাই গম্ভীর এবং বাকি সাপোর্ট স্টাফদের প্রশ্ন করা হবে আগামী দিনে তারা কী ভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, সেই বিষয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ় হেরেছিল ভারত। ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ় হেরেছিল ভারত। সেই শ্রীলঙ্কা সফর থেকেই ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন গম্ভীর। তার পর আবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় হার। প্রথম বার ভারতের মাটিতে সিরিজ় জিতল কিউয়িরা। তিন মাসের মধ্যে দু’টি সিরিজ় হারতে হয়েছে গম্ভীরের দলকে।
সাধারণত দল নির্বাচনের সময় কোচ থাকতে পারেন না। কিন্তু গম্ভীরকে থাকতে দেওয়া হয়েছিল। বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল তাঁকে। আগামী দিনে সেই সুবিধা তাঁকে আর না-ও দেওয়া হতে পারে।
শুধু দেশের মাটিতে ঘূর্ণি উইকেট বানিয়ে বিপদ ডেকে আনাই নয়, বেঙ্গালুরুতেও ভুল সিদ্ধান্ত নিয়েছিল ভারত। সেই দায়ও এড়িয়ে যেতে পারবেন না গম্ভীর। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পিচ বুঝতে ভুল করেছে ভারত। বেঙ্গালুরুর মেঘলা আবহাওয়ায় টস জিতে রোহিত শর্মার ব্যাট করার সিদ্ধান্ত তার সবচেয়ে বড় উদাহরণ। পরে রোহিত স্বীকার করে নিয়েছিলেন যে পিচ বুঝতে পারেননি। সেই দায় কিন্তু কোচেরও। আগামী দিনে তাই বোর্ডের প্রশ্নের মুখে পড়তে হতেই পারে গম্ভীরকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy