বিপদ: ভেঙে পড়ে রেলিংয়ের এই অংশ। বুধবার, বেলঘরিয়া উড়ালপুলে। নিজস্ব চিত্র
সকালে বিকট শব্দ শুনে ঘুম ভেঙে গিয়েছিল এলাকাবাসীর। বেরিয়ে এসে তাঁরা দেখলেন, সেতুর রেলিং ভেঙে ঝুলছে ছোট মালবাহী গাড়ি। কংক্রিটের চাঙড় ভেঙে পড়ে রয়েছে নীচে বাজার চত্বরে। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দোকান। বুধবার এমনই ঘটনা ঘটেছে বেলঘরিয়া উড়ালপুলে।
পুলিশ সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ বেলঘরিয়ার দিক থেকে ওই গাড়িটি বিরাটির দিকে যাচ্ছিল। তখন আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উড়ালপুলের ডান দিকের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। তাতেই কংক্রিটের রেলিং ভেঙে নীচে রায়চৌধুরী মার্কেটের সামনের রাস্তায় পড়ে। স্থানীয়েরা জানান, ভোরবেলা ঘটনাটি ঘটায় বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। কিছু ক্ষণ পরে ঘটলেই ঘটনাটি বড় আকার নিত। কারণ, বেলঘরিয়া স্টেশন লাগোয়া ওই বাজার খুবই জমজমাট। তা ছাড়া, প্রচুর যাত্রী ওই রাস্তা দিয়ে ট্রেন ধরতে যান। বাসিন্দাদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে উড়ালপুলের বিভিন্ন জায়গাতেই ফাটল ধরেছে। কিন্তু তা সংস্কারে কারও কোনও হেলদোল নেই।
এ দিন কামারহাটি পুরসভার কর্মীরা এসে ভাঙা জায়গাটি বাঁশ দিয়ে ঘিরে দেন। চেয়ারম্যান গোপাল সাহা বলেন, ‘‘উড়ালপুলের বিষয়ে আগেই পূর্ত দফতরকে জানানো হয়েছে। আধিকারিকেরা দেখেও গিয়েছেন। আরও এক বার জানাব ছোটখাটো মেরামতিগুলি অবিলম্বে করার জন্য।’’ পুলিশ জানিয়েছে, গাড়িটিকে থানা চত্বরে রাখা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy