ছবি: সংগৃহীত।
সপ্তাহের প্রথম কাজের দিনে ৯৪১ পয়েন্ট পড়ার পর মঙ্গলবার কিছুটা হলেও আশা জাগাল শেয়ার বাজার। আজ বাজার বন্ধের পর বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক উপরের দিকেই রইল। ৬৮৫.৩৪ পয়েন্ট বেড়ে সেনসেক্স ৭৯ হাজার ৪৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ৫ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) খোলার সময়ে ৭৮,৫১২.১৬ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। গতকালের তুলনায় ০.৮৭ শতাংশ বেড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। বাজারে খোলার পর আজ দিনের সর্বোচ্চ সূচক ছিল ৭৯ হাজার ৫১৮ পয়েন্ট। পরে তা কিছুটা নেমে আসে।
অন্য দিকে সেনসেক্সের পয়েন্ট বৃদ্ধির সঙ্গে সঙ্গে ন্যাশনাল এক্সচেঞ্জের (এনএসসি) লেখচিত্রও আজ ঊর্ধ্বমুখী। ২০৪.৫০ পয়েন্ট বেড়ে নিফটি দাঁড়িয়েছে ২৪ হাজার ১৯৯.৮৫ পয়েন্টে। গতকালের তুলনায় নিফটিও বেড়েছে ০.৮৫ শতাংশ। সোমবার ৩০৯ পয়েন্ট কমেছিল নিফটি। মঙ্গলবার বাজার খোলার সময় সূচক ছিল ২৩,৯১৬ পয়েন্ট। অটোমোবাইল, ইস্পাত ও ব্যাঙ্কিং সংস্থাগুলির শেয়ার চাঙ্গা ছিল মঙ্গলবার। ব্যাঙ্ক অফ বরোদা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এবং কোটাক মাহিন্দ্রার মতো ব্যাঙ্কের শেয়ার লাভের মুখ দেখেছে।
৪ নভেম্বর বিএসইতে ছোট ও মাঝারি স্টকের দর যথাক্রমে ১.৩১ এবং ১.৬৫ শতাংশ কমেছিল। সব মিলিয়ে বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থাগুলির লোকসানের পরিমাণ দাঁড়ায় ৪৪২ লক্ষ কোটি টাকা। যার জেরে এই বাজারের লগ্নিকারীদের ছ’লক্ষ কোটি টাকা হারাতে হয়েছে। অন্য দিকে, বাজারের ক্রমাগত অস্থিরতার কারণে টাকার দর আরও নিম্নগতি। মঙ্গলবার (৫ নভেম্বর) এক ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য কমে দাঁড়িয়েছে ৮৪.১২২৫ টাকা। যা এ যাবৎ সর্বনিম্ন বলে মনে করা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক বাজারে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেটিও টাকার দরে পতনের জন্য দায়ী বলে মনে করছেন অনেকেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy