কেন্দ্রীয় সরকারের ‘অসহযোগিতা’য় জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজে ঢিলেমি হচ্ছে বলে অভিযোগ করলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।
এ বছর রেল বাজেটে ওই প্রকল্পের জন্য ৭০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে মেট্রো সূত্রের খবর। সেই প্রসঙ্গ তুলে শুক্রবার মেয়র শোভনবাবু বলেন, “জমি-জটে অনেক প্রকল্প আটকে গিয়েছে বলে প্রায়ই অভিযোগ করে কেন্দ্রীয় সরকার। এখানে সবই তৈরি। অথচ রেল মন্ত্রক বাজেটে কম টাকা বরাদ্দ করায় কাজে বিলম্ব হবে।”
মেয়রের বক্তব্য শুনে বিস্মিত মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র। তিনি বলেন, “মেয়র যদি বলে থাকেন ওঁরা সব কিছু করে দিয়েছেন, মানে জমি অধিগ্রহণ, উচ্ছেদ ইত্যাদি, তা হলে আমরাও বলছি এ বারের রেল বাজেটে টাকা চলে এসেছে। আগামীকালই কাজ শুরু হবে।”
বৃহস্পতিবার রেল বাজেটে জোকা-বি বা দী বাগ মেট্রো প্রকল্পে বরাদ্দের কথা ঘোষণা হতেই ক্ষোভ বাড়ে জোকা-বেহালা এলাকায়। স্থানীয় বিধায়ক তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, কেন্দ্রে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রকল্প গড়ার কথা ঘোষণা করেছিলেন। প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এবং কাজ যাতে কোনও ভাবেই আটকে না থাকে, তার জন্য ইতিমধ্যেই ডায়মন্ড হারবার রোডে প্রস্তাবিত মেট্রো রুট থেকে হকারদের তুলে দেওয়া হয়েছে। রাস্তার নীচে নিকাশি ও পানীয় জলের পাইপ সরিয়ে অন্যত্র বসানো হয়েছে। এখন বাকি রয়েছে ৬টি স্টেশন ও একটি ডিপো গড়ার কাজ। এবং তার জন্য জমি বাছাইও সারা। কিন্তু ওই জমি কিনতে যে টাকা লাগবে, তা বরাদ্দ করা হয়নি এ বারের রেল বাজেটে। স্বভাবতই প্রকল্পের কাজ আটকে যাবে বলে আশঙ্কা মেয়রের।
শোভনবাবু আরও জানিয়েছেন, প্রকল্প কর্তাদের কাছ থেকে জানা গিয়েছে স্টেশন তৈরির জন্য প্রায় ২৭০ কোটি এবং ডিপোর জন্য ১১০ কোটি টাকা প্রয়োজন। ইতিমধ্যেই স্টেশন গড়ার জন্য ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে। কিন্তু প্রয়োজন মতো টাকা না মেলায় কাজের অগ্রগতি মুখ থুবড়ে পড়বে বলে মনে করেন মেয়র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy