Advertisement
০৫ নভেম্বর ২০২৪

পথ নিরাপত্তায় সচেতনতা শিবির, প্রশ্নোত্তর দুর্গাপুরে

কোথাও গাড়ির সিট বেল্ট বাঁধতে অনুরোধ, আবার কোথাও বা মোটরবাইক আরোহীকে হেলমেট পরার প্রয়োজনীয়তা বোঝানো২৬তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এমনই বিভিন্ন কর্মসূচি নিয়েছে অটোমোবাইল অ্যসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার দুর্গাপুর শাখা।

পথ নিরাপত্তা সপ্তাহে কার র‌্যালি।

পথ নিরাপত্তা সপ্তাহে কার র‌্যালি।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৭
Share: Save:

কোথাও গাড়ির সিট বেল্ট বাঁধতে অনুরোধ, আবার কোথাও বা মোটরবাইক আরোহীকে হেলমেট পরার প্রয়োজনীয়তা বোঝানো২৬তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এমনই বিভিন্ন কর্মসূচি নিয়েছে অটোমোবাইল অ্যসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার দুর্গাপুর শাখা।

সংস্থার সূত্রে জানা গিয়েছে চলতি মাসের ১০-১৬ তারিখ পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে। এর জন্য শহরের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে সচেতনতা শিবির। বৃহস্পতিবার ভগত্‌ সিংহ মোড়ের একটি সচেতনতা শিবিরে গিয়ে দেখা গেল কাঁকসা থেকে মহিষ্কাপুরের দিকে যাওয়া একটি চার চাকা গাড়ির চালক প্রবীর ভট্টাচার্যকে সিট বেল্ট বাঁধতে অনুরোধ করছেন সংস্থার কয়েক জন সদস্য। প্রবীরবাবু বলেন, “শিবির থেকেই জানতে পারলাম সিট বেল্ট না বাঁধলে যে কোনও সময় কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।” শহরের গ্যামন ব্রিজ মোড়, কনিষ্ক মোড়ের মতো বিভিন্ন জায়গাতেও আয়োজন করা হয়েছে সচেতনতা শিবির। গাড়ি চালকদের মধ্যে বিলি করা হচ্ছে পথ নিরাপত্তা সংক্রান্ত লিফলেট।

সচেতনতা শিবিরের পাশপাশি সিটি সেন্টারে সংস্থার কার‌্যালয়ে একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় ব্যবস্থা করা হয়েছে চক্ষু পরীক্ষা শিবির। অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার দুর্গাপুর শাখার সাধারণ সম্পাদক সমীর বসু বলেন, “চালকদের যে নিয়মিত চোখ পরীক্ষা করানো আবশ্যিক তা অনেকেই জানেন না। চক্ষু শিবির আয়োজনের মাধ্যমে আমরা বিষয়টি নিয়ে সচেতনতা গড়তে চাই।”

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, শনিবার বিকেলে গাড়ি সংক্রান্ত একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতাও হয়। শহরের নানা কলেজের পড়ুয়ারা যোগ দেন। পথ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সাংকেতিক চিহ্ন দেখিয়ে প্রশ্ন করা হয়। রবিবার সংস্থার তরফে প্রায় ২৭০ কিলোমিটার দীর্ঘ একটি কার র‌্যালিরও আয়োজন হয়। উদ্বোধন করেন শহরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। ২২টি গাড়ি যোগ দেয়। দুর্গাপুর থেকে বাঁকুড়ার নানা জায়গা ঘুরে আসানসোলে তা শেষ হয়। এ দিন বিকেলে ছিল আঁকা প্রতিযোগিতা। সমীরবাবু বলেন, “শহরের প্রত্যেককে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করে তুলতেই গত এক দশক ধরে কর্মসূচি নিয়ে আসছি।’’ আজ, সোমবার পথ নিরাপত্তা বিষয়ক একটি কর্মশালার দিয়ে সপ্তাহ শেষ হবে বলে জানা গিয়েছে।

অন্য বিষয়গুলি:

durgapur road safety week
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE