আন্দামানের এক তছরুপের মামলার তদন্তে নেমে কাঁকসা থেকে এক যুবককে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ। বুধবার সকালে কাঁকসার বনকাটি থেকে রঞ্জিত মণ্ডলকে গ্রেফতার করে আন্দামান-নিকোবরের পুলিশ। ১৫ লক্ষ টাকার একটি তছরুপের মামলায় অভিযুক্তদের মধ্যে সে অন্যতম, জানিয়েছে পুলিশ। দুর্গাপুর আদালতে তোলার পরে ধৃতকে ট্রানজিট রিমান্ডে পেয়ে আন্দামান রওনা হয় পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ২০১৫ সালের ডিসেম্বরে আন্দামান-নিকোবরের রঙ্গত মহকুমার বিল্লিগ্রাউন্ড থানায় ওই তছরুপের অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এর পিছনে রয়েছে সাইবার অপরাধের ঘটনা। পশ্চিমবঙ্গের ৫-৬ জনের অ্যাকাউন্টে ভাগ হয়ে জমা পড়েছে সেই টাকা। তার মধ্যে রঞ্জিতের অ্যাকাউন্টে প্রায় ৯১ হাজার জমা পড়েছে। বুধবার আন্দামানের পুলিশ এসে রঞ্জিতকে গ্রেফতার করে।
রঞ্জিত অবশ্য দাবি করেন, তিনি সাত-আট মাস কলকাতার করুণাময়ীর এক লগ্নি সংস্থার এজেন্ট হিসেবে কাজ করেছেন। কমিশন বাবদ তাঁর আমানতে টাকা আসে। তবে কী ভাবে এত টাকা এসেছে, তা তাঁর জানা নেই। তাঁর বক্তব্য, ‘‘আমি এ সবের সঙ্গে যুক্ত নই। সংস্থার কেউ কিছু করে থাকতে পারে।’’ বিল্লিগ্রাউন্ড থানার আধিকারিক বি কে মৌর্য বলেন, ‘‘বাকি অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। ধৃতকে জেরা করে ওই সংস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে।’’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পিছনে একটি চক্র রয়েছে বলে অনুমান। রঞ্জিত বা বাকিরা হয়তো সরাসরি যুক্ত নয়। তাদের আমানত ব্যবহার করা হয়েছে। কিন্তু অ্যাকাউন্টে বাড়তি টাকা জমা হওয়া সত্ত্বেও কেন রঞ্জিতরা পুলিশ বা ব্যাঙ্কে অভিযোগ জানায়নি, তা খতিয়ে দেখা হবে বলে পুলিশ জানায়।
হজযাত্রীদের জন্য। হজে গিয়ে হজযাত্রীদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, তার জন্য বুধবার সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে একটি কর্মশালার আয়োজন করা হয়। প্রায় দেড়শো জন কর্মশালায় যোগ দেন। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা হজযাত্রীদের জন্য বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ও সংখ্যালঘু উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy