কানপুরে উড়ালপুলের উপর থেকে উড়ছে গোছা গোছা ২০০ টাকার নোট। সেই টাকা কুড়োবার জন্য নীচে রাস্তায় হুড়োহুড়ি পড়ে গিয়েছে জমায়েত হওয়া জনতার মধ্যে। এলাকা জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা। সমাজমাধ্যমে ঘটনাটির ভিডিয়ো প্রকাশ হতে দেখা গিয়েছে, এক সমাজমাধ্যম প্রভাবী ও ইউটিউবার ভিডিয়ো তৈরির জন্য টাকা ওড়াচ্ছেন উড়ালপুলের উপর থেকে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাতাই করেনি আনন্দবাজার অনলাইন।
‘লাইভঅঙ্কিতএনপি’ নামের এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই সমাজমাধ্যম প্রভাবী এক তাড়া ২০০ টাকার নোট হাতে নিয়ে উড়ালপুলের উপর দাঁড়িয়ে আছেন। হঠাৎ সেই নোটগুলি হাওয়ায় ভাসিয়ে দেন তিনি। টাকা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত লোকজন টাকা সংগ্রহের জন্য হুড়োহুড়ি শুরু করেন। যিনি টাকা ছুড়ছেন, তাঁকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নেটমাধ্যম ব্যবহারকারীরা দাবি করছেন যে তাঁর জায়েদ হিন্দুস্তানি এবং ইউটিউবে ‘জায়েদ হিন্দুস্তানি ভ্লগস’ নামে তাঁর একটি ইউটিউব চ্যানেলে রয়েছে। চ্যানেলের দর্শক ও অনুগামীর সংখ্যা বৃদ্ধির জন্য টাকা বিতরণের এই পন্থা বেছে নিয়েছেন তিনি, দাবি অনেকের। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই ভিডিয়োটি ইউটিউবে আপলোড করা হয় ২৩ ফেব্রুয়ারি। সেখানে দেখা গিয়েছে তিনি গরিবদের অর্থ সাহায্যের জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলতে গিয়েছেন।
তবে তিনি যে ভাবে টাকা বিতরণ করেছেন তা নিয়ে সমাজমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। এক জন ব্যবহারকারী বলেছেন ‘‘টাকা ফেলে দেওয়ার পরিবর্তে তিনি নিজের হাতে দরিদ্রদের মধ্যে তা দান করতে পারতেন।’’এই বিষয়ে পুলিশের পদক্ষেপ করার কোনও খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে যে, ঘটনাটি সম্পর্কে এখনও তাঁদের কাছে নিশ্চিত তথ্য নেই।