আবারও সমুদ্র গভীরে দেখা মিলল অদ্ভুতদর্শন প্রাণীর। দেখতে অবিকল ভিন্গ্রহী কোনও প্রাণীর মাথার মতো। রাশিয়ার এক জেলের জালে সমুদ্র থেকে উঠে এল অদ্ভুতদর্শন এক জলজ প্রাণী। ধূসর রঙের পিচ্ছিল দেহ। মাথার মতো দেখতে দেহের উপরিভাগটির দু’পাশ ফোলা। ভিন্গ্রহীদের ছবি দেখলে আমাদের যেমন পিলে চমকায়, ঠিক তেমনই গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো চেহারা। ইনস্টাগ্রামে প্রাণীটির একটি ভিডিয়ো পোস্ট হতেই তা নজর কেড়েছে সমাজমাধ্যমে। পোস্ট করতেই ভাইরাল হয়েছে অদ্ভুতদর্শন ওই প্রাণীটির ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছিলেন রোমান ফেডোর্তসভ। হঠাৎ জালে এমন একটা প্রাণী উঠল, যা দেখে চক্ষু চড়কগাছ তাঁর। সেটিকে দেখে প্রথমে তিনি বুঝেই উঠতে পারেননি এটা মাছ, না কি অন্য কিছু? বিদ্ঘুটে আকৃতির প্রাণীটির খুদে খুদে দুই চোখ, সরু চ্যাপ্টা ঠোঁট। সেই প্রাণীর ভিডিয়ো দেখে বিভ্রান্ত হয়েছেন। এটি এই গ্রহেরই কোনও প্রাণী না অন্য গ্রহ থেকে এসে পড়ছে সেই নিয়ে বিস্তর আলোচনা চলেছে সমাজমাধ্যমে।
পরে জানা গিয়েছে এটি একটি বিশেষ প্রজাতির সামুদ্রিক মাছ। লাম্পসাকার বা লাম্পফিশ নামেই পরিচিত মাছটি। মাছটি সাগরের গভীরে বাস করে এবং এক ফুটেরও বেশি দৈর্ঘ্যের হতে পারে। ভিডিয়ো দেখে প্রচুর মানুষ নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পোস্টে। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘ভিন্গ্রহীদের অস্তিত্ব বাস্তবেই রয়েছে।’’ অন্য একজন মন্তব্য করেছেন ‘‘এটি জলের নীচে বসবাসকারী ভিন্গ্রহীদের পোষা প্রাণী।’’ ভিডিয়োটিতে সাড়ে সাত হাজারের বেশি লাইক জমা পড়েছে।