এক দিন আগেও যখন শিকারায় চেপে মনের আনন্দে ভিডিয়ো করছিল, তখনও কাশ্মীর ভ্রমণে আসা কর্নাটকের পরিবারটি জানত না যে তাদের নিয়তিতে কী লেখা রয়েছে। এক দিন পরেই তাদের আনন্দ পরিণত হল হাহাকারে। কান্নায় ভাসল পরিবার। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে সেই পরিবারের কর্তা মঞ্জুনাথ রাওয়ের। মঞ্জুনাথের মাথায় গুলি করে জঙ্গিরা। প্রাণে বেঁচে যান স্ত্রী পল্লবী এবং পুত্র। কর্নাটকের শিবমোগ্গার বাসিন্দা পল্লবীর দাবি, অতর্কিত তাঁদের আক্রমণ করে তিন থেকে চার জন। তাঁর স্বামীকে খুন করার পর ওই চার জনের এক জন বলে, ‘‘তোকে মারব না। যা, মোদীকে গিয়ে বল।’’
আরও পড়ুন:
তবে সেই আবহেই মঞ্জুনাথ এবং পল্লবীর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। পোস্টে দাবি করা হয়েছে যে, এটি কাশ্মীর ভ্রমণে গিয়ে মঞ্জুনাথের শেষ ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শিকারা ভ্রমণ করছেন মঞ্জুনাথ এবং তাঁর স্ত্রী পল্লবী। সেই ভিডিয়োয় মঞ্জুনাথকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমরা কর্নাটক থেকে কাশ্মীর ভ্রমণে এসেছি। খুব ভাল লাগছে।’’ একই ভিডিয়োয় পল্লবী বলেন, ‘‘আমাদের কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা বোট হাউসে ছিলাম। আমরা এখন শিকারায় ভ্রমণ করছি।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সিটিজ়েন মুভমেন্ট, ইস্ট বেঙ্গালুরু’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। রাও পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন অনেকে।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
১৩:০১
পাক অধিকৃত কাশ্মীরের ভাইয়েরা ভারতেরই অঙ্গ, একদিন ঠিক ফিরে আসবেন: প্রতিরক্ষামন্ত্রী -
পাক গোলার স্প্লিন্টার বদলে দিয়েছে জীবন, সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রাজৌরির ইমতিয়াজ়
-
‘সিঁদুর যারা মুছে দেবে, তাদেরও মুছে যেতে হবে’, গুজরাত থেকে আবার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, পাকিস্তান নিয়ে কী কী বললেন
-
পাকিস্তানকে ‘নগ্ন’ করবে ভারত, কূটনৈতিক অভিযানে পরিব্রাজক ৫৯ সাংসদ, দলে বাংলার ২ বাঙালি
-
জ্যোতির বিদেশ সফরের খরচ জুগিয়েছিল দুবাইয়ের এক সংস্থা! তাদের পাকিস্তান-যোগ এখন হরিয়ানা পুলিশের নজরে