Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Sports News

দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং, বলছেন গম্ভীর

হারের জন্য দলের ব্যাটিংকেই দুষলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। এক কথায় তিনি দলের ব্যাটিংকে দায়িত্বজ্ঞানহীন বলেই ব্যাখ্যা করেছেন। ঘরের মাঠ, টসে জয়, ইচ্ছে মতো পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।

গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ১৬:৩৮
Share: Save:

হারের জন্য দলের ব্যাটিংকেই দুষলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। এক কথায় তিনি দলের ব্যাটিংকে দায়িত্বজ্ঞানহীন বলেই ব্যাখ্যা করেছেন। ঘরের মাঠ, টসে জয়, ইচ্ছে মতো পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। শনিবার সবই ছিল কলকাতার নাইট রাইডার্সের পক্ষে। কিন্তু ম্যাচটা হেরে সবটাই যেন বিপক্ষে চলে গেল দু’বারের চ্যাম্পিয়নদের। ১৭৪ রানের লক্ষ্যে নেমে ১৬৪ রানই তুলতে সক্ষম হয়েছিলেন গম্ভীররা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘এই ধরণের উইকেটে রান তাড়া করাটা কঠিন নয়। কোনও একজন ব্যাটসম্যান যদি শেষ পর্যন্ত ব্যাট করতে পারত তা হলে আমরা জিততে পারতাম। দায়িত্বজ্ঞানহীন শট খেলেছে ব্যাটসম্যানরা।’’

আরও খবর: হারলেও কলকাতার প্লে-অফ প্রায় নিশ্চিত

জয়ের উচ্ছ্বাস মুম্বই শিবিরে।

ম্যাচ শেষে সব সুযোগ থাকা সত্ত্বেও এই হার যেন কিছুতেই হজম হচ্ছিল না গম্ভীরের। বলেন, ‘‘আমি ভেবেছিলাম ওদের ১৭৪ রানে আটকে দেওয়াটা দারুণ ব্যাপার। ভেবেছিলান ১০-১২ ওভারে এই লক্ষ্যের কাছে এগিয়ে যাব। আমাদের একজন ব্যাটসম্যান কম ছিল। এরকম ব্যাট করতে থাকলে প্লে-অফে গেলাম কী না সেটার কোনও মূল্য নেই। ব্যাটিং ভাল করতে হবে।’’ অন্যদিকে আগেই প্লে-অফে পৌঁছে গিয়ে পর পর দুটো ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল মুম্বইকে।আবার জয়ে ফিরল কলকাতার বিরুদ্ধে। কিন্তু এই ম্যাচে মুম্বই দলে ছ’টি পরিবর্তন এনেছিল। জয়ের পর মুম্বই অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘‘এটা দেখে ভাল লাগছে আমাদের বেঞ্চও শক্তিশালী। আমি খুব খুশি। বাইরে বসে থাকাটা খুব হতাশাজনক। কিন্তু ওরা প্রমাণ করেছে ওরাও ম্যাচ উইনার।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE