List of Celebrities like Kanchan Mullick and Sreemoyee Chattoraj who gave good news during this Puja festival 2024 dgtl
Celebrity Couples Pregnancy on Festival
৫০ পেরিয়ে ফের বাবা হলেন কাঞ্চন! শ্রীময়ীর মতো যে তারকারা সুখবর দিলেন উৎসবের মরসুমে
কেউ দিন গুনছেন নতুন অতিথির আগমনের, তো কারও আলোর উৎসবেই কোল আলো করে এল একরত্তি! চলতি বছরের উৎসবের মরসুম একটু বেশিই স্মরণীয় হয়ে থাকবে কিছু তারকার জন্য। কারা কারা দিলেন সুখবর?
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ২২:৪৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
কেউ দিন গুনছেন নতুন অতিথির আগমনের, তো কারও আলোর উৎসবেই কোল আলো করে এল একরত্তি! চলতি বছরের উৎসবের মরসুম একটু বেশিই স্মরণীয় হয়ে থাকবে কিছু তারকার জন্য। যেমন সদ্যই কন্যা সন্তানের আগমনের সংবাদ দিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টোরাজ। তারকা দম্পতির মতো আর কারা কারা দিলেন সুখবর?
০২১৩
কালীপুজোর পরেই কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বাড়িতে কন্যাসন্তান! আলোর উৎসবে যেন ঘর আলো করে লক্ষ্মীর আগমন।
০৩১৩
২০২৪ সালের দীপাবলি সত্যিই স্মরণীয় হয়ে থাকবে তারকা-দম্পতির কাছে। দ্বিতীয় বার বাবা হলেন অভিনেতা কাঞ্চন।
০৪১৩
অন্য দিকে দ্বিতীয় সন্তানের প্রহর গুনছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০২০ সালে প্রথম সন্তান কবীরের জন্ম।
০৫১৩
এবার দ্বিতীয়বার মাতৃত্বের পরশ! মহালয়ার পরের দিনই স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে লেখেন, ‘পরিবার বড় হতে চলেছে। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’
০৬১৩
লন্ডন চলচ্চিত্র উৎসবে হাজির হতেই মধ্যমণি রাধিকা আপ্তে। স্পষ্ট বেবি বাম্প, কিন্তু ফ্যাশনে ভাটা পড়তে দেননি অভিনেত্রী।
০৭১৩
নেটপাড়ার বাসিন্দাদের আর বুঝতে বেগ পেতে হয়নি যে শীঘ্রই মা হতে চলেছেন বলিউড তারকা।
গত ১১ অক্টোবর, নবরাত্রির নবমী তিথিতে তাঁদের কোলে ফুটফুটে এক কন্যা এসেছে। ১২ অক্টোবর তাঁরা সেই খবর প্রকাশ্যে আনেন।
১০১৩
দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন হলিউড তারকা জেনিফার লরেন্স। ভারতে যখন উৎসবের মরসুম, বিদেশ থেকেও এল সুখবর।
১১১৩
গত অক্টোবর মাসেই সুখবর প্রকাশ্যে এনেছেন অস্কার-জয়ী অভিনেত্রী। এখন কেবল সময়ের অপেক্ষা।
১২১৩
অগস্ট মাসেই বিবাহ সেরেছিলেন তাঁরা, ভারতে যখন পুজোর মাস, তখনই এল সুখবর। অন্তঃসত্ত্বা ব্রিটিশ অভিনেত্রী ও মডেল এমি জ্যাকসন।
১৩১৩
সমাজমাধ্যমে সদ্যই নিজের বেবিবাম্পের ছবি প্রকাশ্যে এনে এমি লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না ছোট্ট জ্যাকসন-ওয়েস্টউইকের জন্য। সব কিছু কত সুন্দর।’ এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।