(বাঁ দিকে)বনি সেনগুপ্ত এবং সৌরভ দাস (ডান দিকে) নিজস্ব চিত্র।
এই প্রথম এক ছবিতে বনি সেনগুপ্ত এবং সৌরভ দাস। খবর, রহস্য-রোমাঞ্চে পরিপূর্ণ এই ছবিতে থাকছেন নবাগতা অমৃতা। ছবির নাম 'ঝড়'। পরিচালনায় অ্যান্টনি জেন।
এই ছবিতে বনি মাইকেল নামে এক শিক্ষক রূপে ধরা দিতে চলেছেন। অন্য দিকে, আরও এক বার খলনায়ক সৌরভ। কাহিনি অনুসারে কালিম্পং শহরের এক কলেজের অধ্যাপক বনি। শিক্ষার্থীরা খুব ভালবাসে তাঁকে। দিনগুলো যখন হেসেখেলে কাটছিল, তখনই আচমকা বিপদ। এক কলেজ ছাত্রীর সঙ্গে ঘটে অঘটন। সে যখন কোমায় তখনই একের পর এক নিখোঁজ কলেজের বাকি ছাত্রীরা। কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলে আগমন সৌরভের। তারপর? এই নিয়েই এগোবে ছবির গল্প।
ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ। কলকাতা শহর ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা জুড়ে শীঘ্র শুটিং শুরু হবে। ছবিটি মুক্তি পাবে পিএস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে। সঙ্গীতের দ্বায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায়৷
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy